ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুষ্টু টিয়া

প্রকাশিত: ০৪:১৪, ২৬ সেপ্টেম্বর ২০১৬

দুষ্টু টিয়া

মঙ্ক প্যারাকিট জাতের এই ছোট্ট আকারের টিয়া দুষ্টু পাখি হিসেবে পরিচিত। সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদের একটি পার্কে এই পাখি দেয়া যায়। বিশেষ করে কবুতর ও চড়ুই পাখিকে ঠোঁকর দেয় এই পাখি। আবার জমিতে শস্যদাতা ছিটানোর পর এটি খেয়ে ফেলে। ইউরোপের মধ্যে স্পেনে এই পাখির বাস বেশি।Ñএএফপি
×