ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বেত্রাঘাত ॥ রিমান্ডে আসামি

প্রকাশিত: ০৪:১০, ২৬ সেপ্টেম্বর ২০১৬

মুন্সীগঞ্জে বেত্রাঘাত ॥ রিমান্ডে আসামি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সালিশি বৈঠকে ২৪ শিক্ষার্থীকে বেত্রাঘাতের ঘটনায় গ্রেফতারকৃত মোহাম্মদ হাসানকে দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত। রবিবার দুপুরে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়। পুলিশ চার দিনের রিমান্ড আবেদন করে। তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) মাফিজুর রহমান জানিয়েছেন, বিচারের নামে শিশু ও কিশোরদের ওপর অমানুষিক নির্যাতন মামলার অন্যতম আসামি হাসানের রিমান্ড মঞ্জুর হওয়ায় মামলার অগ্রগতি হবে। বৃহস্পতিবার বাগবাড়ীর ২৫ বন্ধু মিলে ঈদ আনন্দ উপভোগ করার লক্ষ্যে নৌভ্রমণে গেলে সেখান থেকে আরাফাত হোসেন নিখোঁজ হয়। দুদিন পরে শনিবার রাত ৯টায় সিরাজদিখানের ইছামতি নদী থেকে আরাফাতের লাশ উদ্ধার করে পুলিশ। সে ঘটনায় গত বৃহস্পতিবার সকালে সামাজিকভাবে বিচার সালিশিতে ২৪ শিশু ও কিশোরকে ২৫টি বেত্রাঘাত ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন স্থানীয় পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। বিচারে ২৪ শিশু ও কিশোরকে অমানবিকভাবে বেত্রাঘাত করে গুরুতর আহত করে। বেত্রাঘাতে আহত সুমনের বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় হাসানকে গ্রেফতার করা হয়।
×