ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গী বানানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি ॥ সিলেটে তিন পুলিশ ক্লোজড

প্রকাশিত: ০৪:০৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গী বানানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি ॥ সিলেটে তিন পুলিশ ক্লোজড

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীতে তিন যুবককে জঙ্গী বানানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর পুলিশের তিন সদস্যকে ক্লোজ করা হয়েছে। তারা হলেনÑ সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোস্তাফিজ, পুলিশ লাইনের কনস্টেবল রাজন ও পাভেল। জানা যায়, শনিবার রাত ২টার দিকে নগরীর ঝেরঝেরিপাড়ায় তিন যুবককে আটক করে জঙ্গী বানিয়ে দেয়ার ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে ওই তিন পুলিশ সদস্য। এ সময় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া পুলিশ সদস্যদের আটক করেন। এহিয়া চৌধুরী জানান, তার বাসায় বিশ্বনাথ এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে সাক্ষাত করতে আসেন। এদের মধ্যে আফরোজ আলী, মুস্তাকিম আলী ও দিলওয়ার আহমেদ নামের তিনজন মোটরসাইকেলে বের হয়ে যান। পথে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির টহলরত এএসআই মোস্তাফিজ, কনস্টেবল রাজন ও কনস্টেবল পাভেল তাদের মোটরসাইকেল থামিয়ে তিনজনকে রাস্তার পাশে দাঁড় করিয়ে জেরা করতে থাকেন। এ সময় এই যুবকদের জঙ্গী বানিয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি তাদের ছবি মোবাইলে ধারণ করে পত্রিকায় জঙ্গী বানানোর ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে ওই যুবকরা বিষয়টি সংসদ সদস্য এহিয়াকে জানালে তিনি পুলিশ সদস্যদের ডেকে আনেন। এরপর কোতোয়ালি থানার ওসিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা তার বাসা থেকে তিন পুলিশ সদস্যকে নিয়ে যান।
×