ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাস-ট্রাক চাপায় ব্যবসায়ী, শিশুসহ নিহত ৬

প্রকাশিত: ০৪:০৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬

বাস-ট্রাক চাপায় ব্যবসায়ী, শিশুসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ ট্রাক খাদে পড়ে বান্দরবানে দুই কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া ট্রাক ও বাস চাপায় সীতাকু-ে পথচারী, রাজশাহীতে যুবক, মুন্সীগঞ্জে পথচারী ও আমতলীতে শিশু নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বান্দরবান ॥ কাঠবাহী ট্রাক উল্টে ২ জন নিহত এবং একজন আহত হয়েছে। নিহতরা হলেন ট্রাকের ড্রাইভার ইউছুফ ও কাঠ ব্যবসায়ী শামসুল ইসলাম। জানা গেছে, রবিবার দুপুরে বান্দরবান শহর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রেইছা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। ঘটনার পর পুলিশ ও দমকলকর্মীরা ট্রাকের ড্রাইভার ইউছুফ এবং কাঠ ব্যবসায়ী শাসসুল ইসলামকে আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে আনলে সেখানে তারা মারা যান। আহত অন্যজনের নাম জানা সম্ভব হয়নি। নিহত শামসুলের বাড়ি কক্সবাজারের পেকুয়া এবং ইউছুফের বাড়ি চট্টগ্রামের আমিরাবাদ বলে জানা গেছে। সীতাকু-, চট্টগ্রাম ॥ সীতাকু-ে ট্রাক চাপায় আব্দুল হান্নান (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএমএ গেট ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হান্নান জেলার সন্দ্বীপ থানার মৃত আব্দুর রশিদের পুত্র। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএমএ গেট ভাটিয়ারী এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি আহত হন। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাজশাহী ॥ নগরীতে ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম জেলার গোদাগাড়ী উপজেলার মহাদেবপুরের আসগর আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন রাকিবুলের বন্ধু সাকিব হোসেন। পুলিশ জানায়, তারা দুজন মোটরসাইকেলে চেপে রাজশাহী বাইপাস হয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে নওদাপাড়া আমচত্বর পেরিয়ে বিআরটিএ অফিসের সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন। নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, নিহত রাকিবুলের চাচাত ভাই নগর পুলিশ কনস্টেবল আশরাফুল ইসলাম হাসপাতালে তার লাশ শনাক্ত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানে ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় এক পথচারী বাস চাপায় নিহত হয়। এ সময় আহত হয়েছে ২০ যাত্রী। রবিবার সকাল ১০টার দিকে কুচিয়ামোড়া ধলেশ্বরী ব্রিজের গোড়ায় কলেজ গেটে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকাগামী ডিএম পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সংযোগ সড়কে উঠে উল্টে গেলে মকবুল হোসেন (৫২) নামে এক পথচারী বাস চাপায় নিহত হয়। এ ঘটনায় আহত হয় ২০ বাসযাত্রী। নিহত মকবুল সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথর ঘাটা গ্রামের আমান মিয়ার পুত্র। এ ঘটনায় প্রায় ৪০ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের দু’পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। আমতলী, বরগুনা ॥ আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটায় রবিবার দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে তিন বছরের শিশু রিয়ামনির মৃত্যু হয়েছে। জানা গেছে, মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে পটুয়াখালী যাচ্ছিল। বাসটি রবিবার দুপুর ২টার দিকে ছুরিকাটা গাজীবাড়িতে মোড় ঘোরার সময় রাস্তার পাশে দাঁড়ানো রিয়ামনিকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিয়ামনির বাড়ি ছুরিকাটা তার পিতার নাম আলম গাজী।
×