ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্যায় সড়ক ভেঙ্গে পাবনায় যান চলাচল বন্ধ ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৪:০৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬

বন্যায় সড়ক ভেঙ্গে পাবনায় যান চলাচল বন্ধ ॥ দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৫ সেপ্টেম্বর ॥ সুজানগর উপজেলার গাজনার বিলে ঢেউয়ের তোড়ে চিনাখড়া- সাতবাড়িয়া সড়কের বিভিন্ন অংশ বিলীন হয়ে গেছে। বন্যার পানির চাপে রাস্তাটির বিভিন্ন অংশ সরু হওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শুধু ঝুঁকি নিয়ে কিছু রিক্সাভ্যান চলাচল করায় জনসাধারণ নানা দুর্ভোগে পড়েছে। জানা যায়, দেশের দ্বিতীয় বৃহত্তম বিল গাজনার মধ্য দিয়ে নির্মিত জনগুরুত্বপূর্ণ এ সড়কটি ২০১০ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে পাকা করা হয়। প্রতিদিন সড়কটি দিয়ে সাতবাড়িয়া এবং মানিকহাট ইউনিয়নের শত শত লোকজন মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিক্সা এবং করিমনসহ বিভিন্ন যানবাহনযোগে চিনাখড়া মহাসড়কে উঠে রাজধানী ঢাকায় যাতায়াত করে থাকে। বর্তমানে রাস্তাটিতে যান চলাচল বন্ধ থাকায় কমপেক্ষ ২০ কিলোমিটার রাস্তা ঘুরে চিনাখড়া মহাসড়কে উঠতে হচ্ছে। এছাড়াও একমাত্র এ সড়ক দিয়েই চিনাখড়া, সাতবাড়িয়া, মানিকহাট, খয়রান, গাবগাছি, কাকিয়ান, শ্যামনগর এবং ভাটপাড়াসহ ১০-১২টি গ্রামের শত শত লোককে আশপাশের বিভিন্ন গ্রামে যাতায়াত করতে হয়। রাস্তাটিতে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে নানা দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গেছে।
×