ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্গন্ধযুক্ত ফুল...

প্রকাশিত: ০৪:০৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬

দুর্গন্ধযুক্ত ফুল...

১৩ বছরের চেষ্টার পর যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের গ্রীন হাউজে প্রথমবারের মতো বিরল প্রজাতির বিশাল আকারের দুর্গন্ধযুক্ত এ্যামরফোফালাস টাইটানিয়াম ফুল ফুটতে শুরু করেছে। ফুলটির বাইরে সবুজ ও ভেতরের রং লাল। মরফি নামে পরিচিত ফুলটির ওজন ৩৭ থেকে ৩৯ পাউন্ড। গন্ধ পচা মাংসের মতো। মাছি ও গুবরে পোকার মাধ্যমে পরাগায়ন হয়। - ড্রেস হ্যারল্ড
×