ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিনগ্রহের প্রাণীর খোঁজে

প্রকাশিত: ০৪:০৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬

ভিনগ্রহের প্রাণীর খোঁজে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝুতে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ ‘দ্য ফাইভ হানড্রেড মিটার এপারেচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপের (ফাস্ট) কার্যক্রম রবিবার শুরু হয়েছে। বেজিং জানায়, প্রকল্পটি মানুষের ভিনগ্রহের প্রাণী খোঁজার কাজে সহায়ক হবে। ফাস্টের নির্মাণ কাজ ২০১১ সালে শুরু হয় এবং ব্যয় হয়েছে ১৮ কোটি ডলার। এর আয়তন ৩০টি ফুটবল মাঠের সমান। দেশটি ২০২০ সালের মধ্যে মহাশূন্যে স্থায়ী মহাকাশ কেন্দ্র নির্মাণ এবং চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। চীন তার অগ্রগতি বিশ্বকে জানান দিতে সামরিক সৌন্দর্যের পাশাপাশি মহাকাশেও কোটি কোটি ডলারের প্রকল্প হাতে নিয়েছে। -এএফপি
×