ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্টির সাধারণ সদস্যদের আরও ক্ষমতা দিতে চান করবিন

প্রকাশিত: ০৪:০৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬

পার্টির সাধারণ সদস্যদের আরও ক্ষমতা দিতে চান করবিন

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা নির্বাচনে বড় ধরনের জয় পেয়ে জেরেমি করবিন দল পরিচালনায় লেবারের সদস্যদের আরও ক্ষমতা প্রদানের কথা ব্যক্ত করেছেন। করবিন শনিবার প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথকে প্রায় ২৩ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেন। খবর গার্ডিয়ানের। নির্বাচনের ফলে দেখা যায়, করবিনের প্রাপ্ত ভোট ৩ লাখ ১৩ হাজার ২০৯। এটি মোট ভোটের ৬১ দশমিক ৮ শতাংশ। প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথ পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ২২৯ বা ৩৮ দশমিক ১ শতাংশ ভোট। মাত্র এক বছর আগেই দলীয় সদস্যদের ৫৮ শতাংশ ভোট পেয়ে লেবার পার্টির নেতৃত্ব পান করবিন। সে হিসাবে ২০২০ সালের জাতীয় নির্বাচন পর্যন্ত তারই দলকে নেতৃত্ব দেয়ার কথা ছিল। কিন্তু নিজ দলের সংখ্যাগরিষ্ঠ এমপির অনাস্থা ভোটের কারণে করবিনকে নেতৃত্ব ধরে রাখার লড়াইয়ে নামতে হয়। এবার তিনি আরও বড় ম্যান্ডেট পেলেন। করবিন অবজারভারকে বলেন, তার বিজয় ব্যক্তিগতভাবে ‘সমালোচনার জবাব’, যা তৃণমূল থেকে উর্ধ পর্যন্ত ব্যাপকহারে গণআন্দোলন গড়ে তুলতে তার ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি করেছে। করবিন আরও বলেন, এখন তিনি নতুন করে পথচলা শুরু করবেন এবং বিদ্রোহী এমপিদের ফিরে আসার প্রস্তাব দেবেন।
×