ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জর্দানে লেখক নাহিদ হাত্তারকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৪:০৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬

জর্দানে লেখক নাহিদ হাত্তারকে গুলি করে হত্যা

জর্দানের খ্যাতনামা লেখক নাহিদ হাত্তারকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। হাত্তার তার ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় ইসলাম অবমাননার অভিযোগে অভিযুক্ত ছিলেন। খবর বিবিসি ও আলজাজিরার। হাত্তার রবিবার জর্দানের রাজধানী আম্মানের একটি আদালতের বাইরে বিচার কার্যক্রম শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। হাত্তারের খুনীকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ ঘটনা তদন্ত করছে। ৫৬ বছর বয়সী খ্রীস্টান লেখক তার ফেসবুক এ্যাকাউন্টে একটি ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করার পর গত ১৩ আগস্ট গ্রেফতার হন। কার্টুনটিতে দেখানো হয়, বেহেশতে একজন দাড়িওয়ালা লোক দুই নারীর সঙ্গে বিছানায় শুয়ে ধূমপান করছে এবং ঈশ্বরকে মদ ও কাজু বাদাম এনে দিতে বলছে। তবে এ কার্টুনের রচয়িতা কে তা জানা যায়নি। অনেক জর্দানীয় মুসলিম এটিকে অপরাধ এবং তাদের ধর্মের বিরুদ্ধে অবমাননা হিসেবে বিবেচনা করে। কর্তৃপক্ষ জানায়, হাত্তার ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করে আইন লঙ্ঘন করেছেন। সেপ্টেম্বরের শুরুতে জামিন পান হাত্তার। তিনি আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এক ব্যাখ্যায় বলেন, ‘আমি মুমিনদের মনে আঘাত দিতে চাইনি। বরং আমি চেয়েছি, আইএস জঙ্গীরা ও মুসলিম ব্রাদারহুড কিভাবে ঈশ্বর ও বেহেশত নিয়ে ভাবে তা বোঝাতে।’ দ্বিতীয় এক ব্যাখ্যায় তিনি বলেন, ‘একজন অবিশ্বাসী’ হিসেবে আমি ওই মুমিনদের প্রতি সম্মান জানাই যারা কার্টুনের ব্যঙ্গাত্মক বিষয়টি বুঝতে পারেননি।’
×