ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ করতে মামলা

প্রকাশিত: ০৩:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ করতে মামলা

সংস্কৃতি ডেস্ক ॥ কাশ্মীর ইস্যুর মীমাংসা না হওয়া পর্যন্ত পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ করার জন্য লাহোর উচ্চ আদালতে গত ২৩ সেপ্টেম্বর একটি মামলা করা হয়েছে। আবেদনটি করেছেন এ্যাডভোকেট আজহার সাদ্দিক। তার অভিযোগ, দেশটির প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনের মাধ্যমে কাশ্মীর ও পাকিস্তানীদের অনুভূতিতে আঘাত করা হচ্ছে। এ দুটি অঞ্চলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার তারা। মামলায় আরও বলা হয়েছে, পাকিস্তানের কাশ্মীর নীতিবিরোধী বক্তব্য থাকে ভারতীয় চলচ্চিত্রে। যা এই উপত্যকার মানুষদের স্বাধীনতা আন্দোলনে বড় বাধা। তাই কাশ্মীরীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে পাকিস্তানী সরকারের উচিত নিজের দেশে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে তড়িৎ নিষেধাজ্ঞা আরোপ করা।
×