ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের মতবিনিময় সভা

প্রকাশিত: ০৩:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬

‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি অনুষ্ঠিত হলো হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ও প্রযোজিত নির্মাণাধীন ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্র বিষয়ক মতবিনিময় সভা। সম্প্রতি রাজধানীর পাট গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিয় উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টিভির এমডি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, নাট্যনির্মাতা ও চিত্রগ্রাহক এ্যালবার্ট খান। উপস্থিত ছিলেন চলচ্চিত্রের পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি প্রমুখ। মতবিনিময় সভায় ‘রাত্রির যাত্রী’ সহ বাংলাদেশে সুষ্ঠুধারার চলচ্চিত্রগুলোর প্রচারের স্বার্থে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণকে নিয়ে কিভাবে চলচ্চিত্রকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া যায় এ বিষয়ে কথা বলে আলোচকরা। এ সময় বক্তারা ‘রাত্রির যাত্রী’ বাংলাদেশ চলচ্চিত্রাঙ্গনে প্রচারের দিক থেকে প্রথম ইতিহাস বলে উল্লেখ করেন।
×