ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওঁরাও আদিবাসীদের নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘লাইফ এ্যান্ড লাইট’

প্রকাশিত: ০৩:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬

ওঁরাও আদিবাসীদের নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘লাইফ এ্যান্ড লাইট’

সংস্কৃতি ডেস্ক ॥ ওঁরাও সম্প্রদায়ের যাপিত জীবন ও সংস্কৃতি নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র ‘লাইফ এ্যান্ড লাইট’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সুপিন বর্মন। এ চলচ্চিত্রের তথ্যানুসন্ধান ও ভাষা গবেষণার কাজে নির্র্র্র্র্র্মাতাকে সহায়তা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সঞ্জয় সরকার। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছি ইউনিয়নের আমোদপুর, এনায়েতপুর, পাহাড়পুরসহ বিভিন্ন গ্রামে বসবাসরত আদিবাসী পল্লীতে ‘লাইফ এ্যান্ড লাইট’ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করা হয়। চলচ্চিত্রে দেখা যাবে আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের মানুষের জীবন যাপন, পূজা পার্বণ, কৃষিকাজে সংশ্লিষ্টতা, শিক্ষা-সংস্কৃতি এবং বর্তমান সামাজিক অবস্থান। বর্তমানে এ সম্প্রদায়ের মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বী এ সম্প্রদায়ের অনেকে বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মেও ধর্মান্তরিত হচ্ছে বলে জানা যায়। মাদলের ধিতাং ধিতাং তালে হাতে হাত রেখে আবালবৃদ্ধবণিতাদের সারিবদ্ধ হয়ে নৃত্যের ঝংকারে আলোকিত হোক মানবতা, সংস্কৃতির সঙ্গে যুগ যুগ ধরে বেঁচে থাক আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের মানুষ এ প্রত্যয় নিয়ে নির্মাণ করা হয় প্রামাণ্য চলচ্চিত্র ‘লাইফ এ্যান্ড লাইট’। আগামী আদিবাসী দিবসে একটি বেসরকারী চ্যানেলে চলচ্চিত্রটি প্রচার হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের বৃহৎ ‘কারাম’ উৎসব। অঞ্চলভেদে একে ‘ভাদই’ উৎসবও বলা হয়। ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে ঘটা করে পালিত হয় এ উৎসব। এই উৎসবকে কেন্দ্র করেই শেষ চিত্রায়ণের মধ্য দিয়ে ‘লাইফ এ্যান্ড লাইট’ চলচ্চিত্রের শূটিং শেষ হয়।
×