ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিক্রি হয়ে যাচ্ছে টুইটার

প্রকাশিত: ০৩:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬

বিক্রি হয়ে যাচ্ছে টুইটার

বিক্রি হয়ে যাচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। বিক্রির বিষয়ে টুইটার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনবিসি খবরটির সত্যতা অনেকটা নিশ্চিত বলেই দাবি করেছে। ২০১৩ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পর থেকে ভাল যাচ্ছে না টুইটারের দিনকাল। প্রতিনিয়ত তাদের লড়াই করতে হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে। বিশ্বজুড়ে তারকাদের মন জয় করতে পারলেও, সাধারণের কাছে এখনও জনপ্রিয় নয় টুইটার। তাই ফেসবুকের ১.৭১ বিলিয়ন ব্যবহারকারীর বিপরীতে টুইটার পিছিয়ে আছে অনেকখানি। গুঞ্জন রয়েছে যে টুইটারের অন্দর মহলের অবস্থাও নাকি ভাল নয়, ব্যবস্থাপকদের মধ্যে শুরু হয়েছে অন্তর্কোন্দল। সিএনবিসি এ ব্যাপারে আরও জানায়, টুইটার বিক্রির বিষয়ে গুগলের মূল প্রতিষ্ঠান এ্যালফাবেট ইনকর্পোরেশন এবং সেলসফোর্সের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আরও কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে। -অর্থনৈতিক রিপোর্টার
×