ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুটানে ব্যান্ডউইথ লিজ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা

প্রকাশিত: ০৩:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬

ভুটানে ব্যান্ডউইথ লিজ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা

সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম ভুটান সফর করেছেন। ভুটান সরকার কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি মোতাবেক উভয় দেশের মধ্যে টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করার জন্য ভুটান সরকার সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রেরণ করেছে। ওই প্রতিনিধি দল ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসে এবং আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। ভুটানের প্রতিনিধি দল টেলিযোগাযোগ খাতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করার লক্ষ্যে ইতোমধ্যে বিএসসিসিএলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিটিআরসি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক সভা সম্পন্ন করেছে। এ সময়ে ওই প্রতিনিধি দল বিএসসিসিএল হতে ভুটানে আইপি ব্যান্ডউইথ গ্রহণের বিষয়ে তাদের সরকারের বিশেষ আগ্রহের বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষকে অবহিত করেছে। -বিজ্ঞপ্তি
×