ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বীমা খাতের উন্নয়নে সচেতনতা বাড়তে হবে ॥ মতবিনিময় সভায় বক্তারা

প্রকাশিত: ০৩:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০১৬

বীমা খাতের উন্নয়নে সচেতনতা বাড়তে  হবে ॥ মতবিনিময়  সভায় বক্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ জনগণের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এ খাতের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে হবে। বীমার প্রয়োজনীতা সম্পর্কে জনগণের মাঝে সচেতনার বাড়ানোর ক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রবিবার রাজধানীর মতিঝিলে বিআইএফ কার্যালয়ে ইন্সুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) ও বিআইএফের মধ্যে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আইআরএফ সভাপতি গোলাম সামদানী। সভায় বিআইএফ প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, বীমা সম্পর্কে জনগণের মাঝে যত সচেতন বাড়বে ততই এ সেক্টরের উন্নয়ন হবে। তিনি বলেন, বীমা কোম্পানিগুলোর অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় নিয়ে যেসব খবর প্রকাশ করা হচ্ছে তার মধ্যে কিছু কিছু বিভ্রান্তি আছে। কারণ অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় মানে আত্মসাত নয়। এ ধরনের খবরে বীমা খাতকে ক্ষতিগ্রস্ত করছে।
×