ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাঘাটায় দুই কিশোরীকে পাচারকালে জনতার হাতে আটক ৩

প্রকাশিত: ০১:৫১, ২৫ সেপ্টেম্বর ২০১৬

সাঘাটায় দুই কিশোরীকে পাচারকালে জনতার হাতে আটক ৩

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের খামার ধনারূহা গ্রামে স্থানীয় লোকজন ৩ মানব পাচারকারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। এসময় উপজেলার ঝাড়াবর্সা গ্রামের দিপ্তি রানী (১৪), যাদুরতাইড় গ্রামের রোকসানা আক্তার (১৫) নামে দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, খামার ধনারূহা গ্রামে রবিবার সকালে বাঁশঝাড়ে দুই কিশোরীকে ৩ যুবক টানাহেঁচড়া করে অটোভ্যান উঠানোর সময় এলাকার লোকজনের সন্দেহ হয়। স্থানীয় লোকজন একত্রিত হয়ে ওই ৩ যুবককে আটক করে সাঘাটা থানা পুলিশকে খবর দেয়। ফলে সাঘাটা থানার এসআই হান্নান কতিপয় পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে এসে হাসান আলী (২৫), রফিকুল ইসলাম (১৮) ও সিরাজুল ইসলাম (২৬) কে আটক করে। এসময় সাঘাটা থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান ওই ৩ যুবকে আটক করে থানায় নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত রফিকুল ইসলাম নওগাঁ জেলার মহাদেবপুর থানার শ্রীনগর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে, হাসান আলী সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের আব্দুল জলিলের ছেলে ও সিরাজুল ইসলাম ওসমানের পাড়া গ্রামের আছব আলীর ছেলে। পুলিশের ধারণা আটককৃতরা যুবকরা মানব পাচারকারি দলের সদস্য। কিশোরী দু’জনকে ফুসলিয়ে তারা পাচার করে নিয়ে যাচ্ছিল।
×