ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

"পরজীবনে দু'জনের যেন মিলন হয়"

প্রকাশিত: ০০:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০১৬

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ‘‘এ সমাজের মানুষ আমাদের ভালবাসার স্বীকৃতি দিল না, ইচ্ছা ছিল দু’জনে সুখের ঘর বাঁধবো। কিন্তু পরিবারের লোকজন আমার ভালবাসার মানুষটিকে মেনে নিতে পারলো না। তাই আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছি এ জীবনে দু’জনের মিল না হলেও যেন পরজীবনে দু’জনের মিলন হয়। তাই আমরা আত্মহত্যার পথ বেছে নিলাম। আমাদের আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। মৃত্যুর পরে আমাদের দু’জনের কবর যেন এক সাথেই দেওয়া হয় এটি সকলের প্রতি অনুরোধ।’’ দুই প্রেমিক যুগল আত্মহত্যার আগে একটি চিরকুটে এই কথা গুলো লিখে গেছে। শনিবার রাতে ঠাকুরগাঁও পৌর এলাকার হঠাৎ পাড়া মহল্লায় ওই প্রেমিক যুগল বিষপান করে আত্মহত্যা করেছে। তারা হলো, পৌর এলাকার আকঁচাডাঙ্গী এলাকার রশিদুল আলমের মেয়ে আখি (১৮) ও প্রেমিক সদর উপজেলা নারগুন কহরপাড়া আকিম উদ্দিনের ছেলে নুর নবী আকাশ (২৩)। সদর উপজেলা নারগুন কহরপাড়া এলাকার নুর নবী আকাশ দুই বছর আগে পৌর এলাকার হঠাৎপাড়া মহল্লায় বিয়ে করে। শ্বশুর বাড়ি এলাকায় নিয়মিত আসা যাওয়ার কারণে আকচাডাঙ্গী এলাকার আখিঁর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নুর নবী আকাশ প্রেমিকা আখিঁকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। আখিঁ বিয়ের প্রস্তাবে রাজী হয়ে দু’জনেই বিয়ের সিদ্ধান্ত নেয়। শনিবার রাতে প্রেমিক যুগল একসাথে মিলিত হয়ে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহন করে। কিন্তু নুর নবীর আগের স্ত্রী সে বিয়ে মেনে নিতে না চাওয়ায় তারা আত্মহত্যা করার সিন্ধান্ত নেয়। এ সময় আখি একটি চিরকুটে আত্মহত্যার কারণ সকলের উদ্দেশ্যে লিখে যায়। তারপর দু’জনেই নুর নবীর শ্বশুড় বাড়ী হঠাৎপাড়ায় গিয়ে নুর নবীর স্ত্রীকে বিয়ের কথা বললে সে রাজি হয় নাই। পরে দু’জনেই সেখানে বিষপান করে। স্থানীয় লোকজন তাৎক্ষনিক ভাবে দু’জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আখিকে মৃত ঘোষনা করেন এবং নুর নবী আকাশ কে রংপুরে রেফার্ড করে। রংপুর যাওয়ার পথে আকাশেরও মৃত্যু হয়। তবে ভিন্ন একটি সূত্র জানিয়েছে, নুর নবী আকাশের শ্বশুর বাড়ির লোকজন তাদেরকে বেধরক মারপিটের পর তাদের মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করছে। হাতের লেখা চিরকুটটি তাদের লেখা নাও হতে পারে। ঠাকুরগাঁও সদর থানার উপ পরিদর্শক আমজাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে দু’জনের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব আখি ও নুর নবী আকাশের পরিবার না মেনে নেওয়ায় আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
×