ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে বাস উল্টে নিহত ১॥ আহত ২০

প্রকাশিত: ০০:৩১, ২৫ সেপ্টেম্বর ২০১৬

সিরাজদিখানে বাস উল্টে নিহত ১॥ আহত ২০

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় এক পথচারী বাস চাপায় নিহত হয়। এ সময় আহত হয়েছে কমপক্ষে ২০ বাস যাত্রী। রবিবার সকাল ১০ টার দিকে কুচিয়ামোড়া ধলেশ্বরী ব্রীগের গোয়ায় কলেজ গেটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানা যায়। ঢাকাগামী ডিএম পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সংযোগ সড়কে (কুচিয়ামোড়া বাজার রোডে) উঠে উল্টে গেলে মকবুল হোসেন (৫২) নামে এক পথচারী বাস চাপায় নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ বাসযাত্রী। নিহত মকবুল সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথর ঘাটা গ্রামের আমান মিয়ার পুত্র। ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী ১ নং ব্রীজের গোড়ায় কুচিয়ামোড়া কলেজগেট নামক স্থানে রবিবার সকালের এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় প্রায় ৪০ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের দু’পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, টঙ্গীবাড়ী থেকে থেকে ঢাকাগামী ডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় মকবুল নামে এক যথচারী বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
×