ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে পর্যটন ঝুলন্ত ব্রীজ ৩ফুট পানির নিচে

প্রকাশিত: ০০:২৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬

রাঙ্গামাটিতে পর্যটন ঝুলন্ত  ব্রীজ ৩ফুট  পানির নিচে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ দেশ বিদেশের পর্যটকদের আর্কষনীয় রাঙ্গামাটি পর্যটনের ঝুলন্ত ব্রীজটি কাপ্তাই হ্রদের পানির নিচে তলিয়ে গেছে। পর্যটন মৌসুমের শুরুতে পর্যটনের ঝুলন্ত ব্রীজটি ৩ফুট পানির নিচে তালিয়ে যাওয়ায় পর্যটন কর্তৃপক্ষ ব্রীজে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে । ফলে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা করে পর্যটন কর্তৃপক্ষকে লোকসান গুনতে হচ্ছে। এব্যপারে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এর ম্যানেরজারের নিকট জানতে চাওয়া হলে তিনি পানি উঠার কারণে ব্রীজের ওপর দিয়ে পর্যটকদের চলাচল ঝুকি পূর্ণ হওয়ায় সাময়িক ভাবে ঝুলন্ত ব্রীজ বন্ধ রেখেছে বলে জানান।পর্যটকদের অতি আর্কষণীয় ঝুলন্ত ব্রীজ বন্ধ থাকায় রাঙ্গামাটিতে পর্যটকদের আগমন কমে গেছে।
×