ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে পূজা উপলক্ষে মন্ডপে চাল বরাদ্দ

প্রকাশিত: ০০:২১, ২৫ সেপ্টেম্বর ২০১৬

ঝালকাঠিতে পূজা উপলক্ষে মন্ডপে চাল বরাদ্দ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পুজা মন্ডপের জন্য আর্থিক সহায়তা হিসেবে সরকার ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। ঝালকাঠি জেলায় জেলা প্রশাসনের হিসেব মতে ১৭১টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় সর্বাধিক ৭৪টি, কাঠালিয়া উপজেলায় ৫৫টি, রাজাপুর উপজেলায় ২২টি এবং নলছিটি উপজেলায় ২১টি পুজা মন্ডপে পুজা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। দূর্গা পুজা উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে স্থানীয় স্বেচ্ছাসেবক সহ পুলিব বাহিনীর সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়েছে।
×