ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০০:১৬, ২৫ সেপ্টেম্বর ২০১৬

নরসিংদীতে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ নরসিংদী সদর উপজেলার ১৩ গ্রামে অভিযান চালিয়ে তিতাস গ্যাসের ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার শেখেরচর, ফুলতলা, বালুসাইর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কাবিরুল ইসলাম খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে এই অভিযান চালানো হয়। এসময় প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য পুরো এলাকা ঘিরে রাখে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী নরসিংদী অঞ্চলের ভারপ্রাপ্ত উপ মহা-ব্যাবস্থাপক তৌহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। তিতাসের উচ্চ চাপের সরবারহ লাইন থেকে অবৈধ ভাবে সংযোগ দিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাকি দিয়ে নিজেদের পকেট ভারী করে আসছিল কতিপয় প্রভাবশালীর সহযোগীতায় দালাল চক্র।
×