ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অফিস সময়ের পর সচিবালয়ে অবস্থান নয়

প্রকাশিত: ০০:১০, ২৫ সেপ্টেম্বর ২০১৬

অফিস সময়ের পর সচিবালয়ে অবস্থান নয়

অনলাইন রিপোর্টার ॥ অফিস সময় শেষ হওয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ কেউই সচিবালয়ে অবস্থান করতে পারবেন না। রবিবার এই মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২ থেকে একটি আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে জরুরি প্রয়োজনে অফিস সময়ের পরেও কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী কাজ করে থাকেন। আবার কিছু কিছু কর্মচারী বিনা অনুমতিতেও রাতে সচিবালয়ে অবস্থান করেন, যা কাম্য নয়। কারণ সচিবালয় একটি সংরক্ষিত ও স্পর্শকাতর স্থাপনা। এ কারণে এই স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি ব্যতীত কেউ রাতে অবস্থান করতে পারবেন না। আদেশে আরও বলা হয়, তবে জরুরি প্রয়োজনে কোনও কর্মকর্তা-কর্মচারীর রাতে সচিবালয়ের অবস্থান অপরিহার্য হলে তা আগে থেকে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে।
×