ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলা ॥ ৩ জনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০০:০৭, ২৫ সেপ্টেম্বর ২০১৬

রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলা ॥ ৩ জনের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে চাঞ্চল্যকর গৃহবধূ সাথী ইয়াসমিন হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রবিবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দ-প্রাপ্ত তিন আসামীর প্রত্যেকের ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়। দ-প্রাপ্তরা হলেন, সাথী ইয়াসমিনের স্বামী আরিফ হোসেন, তার দুই ভাবি হানিফা হাসান ইভা ও মাহফুজা জান্নাত লাইবা। এ মামলার অপর আসামী আরিফের মা মর্জিনা বেগমকে খালাস দেয়া হয়েছে। মামলার অভিযোগ আরও বলা হয়, ২০১২ সালের ৪ এপ্রিল বিকালে আরিফ হোসেন ও শ্বশুরবাড়ির লোকজন সাথীর উপর নির্যাতন চালায়। এক পর্যায়ে তারা সাথীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হয়। তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই সন্ধ্যায় তার মৃত্যু হয়। আদালতের পিপি মর্জিনা খাতুন জানান, ওই ঘটনায় সাথীর বড়ভাই সুজন হোসেন বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দ-প্রাপ্ত তিনজন ও আরিফের মা মর্জিনা বেগমকে আসামি করে অভিযোগপত্র দেয়। অভিযোগ প্রমাণ না হওয়ায় মা মর্জিনা বেগমকে খালাস দেয়া হয় বলে জানান পিপি মর্জিনা।
×