ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় ৬ শত মন্ডপে দূর্গা পূজা হচ্ছে

প্রকাশিত: ২৩:৫১, ২৫ সেপ্টেম্বর ২০১৬

মাগুরায় ৬ শত মন্ডপে দূর্গা পূজা হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ উৎসব মুখর পরিবেশে মাগুরায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি চলছে ।এবছর প্রায় ৬শত মন্ডপে পূজা হচ্ছে । এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ২০৯ টি, মোহম্মদপুরে ১০৯টি,শালিখায় ১৪০টি, শ্রীপুরে ১৩৫টি পুজা মন্ডপে হচ্ছে । এছাড়া শহরের থানা পাড়া, জামরুল তলা, তাতী পাড়া, দড়ি মাগুরা বটতলা, নিজন্দুয়ালী কালী বটতলা, কর্মকার পাড়া, চরপাড়া, বৈদ্যবাড়ী, শিবরামপুর, পারনান্দুয়ালী মিস্থী পাড়া, সাতদোহা আশ্রম প্রভৃতি স্থানে দূর্গা পূজা অনুষ্টিত হচেছ । মন্ডপে মন্ডপে প্রতিমা নির্মানের কাজ চলছে । দিনরাত চলছে কাজ । বর্তমানে মাটির কাজ শেষ পর্যায়ে । রং এর কাজ শুরু হচ্ছে । আগামী ৭ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী দূর্গা পূজা শুরু হবে ।
×