ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় হত-দরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ২৩:৪১, ২৫ সেপ্টেম্বর ২০১৬

কলাপাড়ায় হত-দরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় হত-দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি চালু হয়েছে। গতকাল শনিবার এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলম, ফজলুর রহমান শানু সিকদার, আব্দুল জলিল আকন প্রমুখ। একই দিনে বালিয়াতলী ইউনিয়নেও এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বাধন করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবুল হোসেন এ সভায় সভাপতিত্ব করেন। এ কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র প্রত্যেক পরিবার ১০ টাকা কেজি দরে প্রত্যেক মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন। ধুলাসার ইউনিয়নে ১৭৪০ পরিবার এ সুবিধা পাচ্ছে। কলাপাড়ার ১২টি ইউনিয়নে মোট ২০ হাজার ১৫৩ পরিবারকে এ সহায়তার আওতায় আনা হয়েছে।
×