ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তামিম-ইমরুলের জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ২২:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০১৬

তামিম-ইমরুলের জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

অনলাইন রিপোর্টার ॥ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। কেননা, ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নিয়েছে ওপেনার সৌম্য সরকার। দলীয় ১ রানে ব্যক্তিগত ০ রান করেই সাজঘরে ফেরেন এই ওপেনার। অবশ্য এরপর তামিম ইকবাল-ইমরুল কায়েসের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। দুই বাঁহাতি ব্যাটসম্যান খেলেন দারুণ কিছু শট। এই রিপোর্ট লেখার সময় দলীয় রান হয়েছে ৭৮। যেখানে তামিম ৪০ এবং ইমরুল কায়েস ৩৫ রান করেছেন এবং সেই সাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ১৪ সদস্যের দল থেকে একাদশের বাইরে আছেন শফিউল ইসলাম, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন। আগের দিন তুমুল বৃষ্টি হলেও রবিবার মিরপুরের আকাশ পরিষ্কার। টসের সময়ও ছিল চকচকে রোদ। বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ। আফগানিস্তান একাদশ: আসগর স্তানিকজাই (অধিনায়ক), দৌলত জাদরান, হাসমত উল্লাহ শহীদি, মিরওয়াইস আশরাফ, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, নবীন-উল-হক, রহমত শাহ, রশিদ খান, সাবির নুর।
×