ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে দেশিয় এলজিসহ ২৯ মামলার শিবির নেতা গ্রেফতার

প্রকাশিত: ২০:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০১৬

সীতাকুণ্ডে দেশিয় এলজিসহ ২৯ মামলার শিবির নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ অভিযান চালিয়ে ২৯ মামলার আসামী শিবির নেতা মোঃ নূর উদ্দিন(৩০) (প্রকাশ- হাতি নূর উদ্দিন) কে দেশিয় এলজিসহ পুলিশ আটক করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে পৌর সদর ইয়াকুব নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলাধীন পৌরসদর মধ্যম ইয়াকুব নগরের মৃত জাকির হোসেনের পুত্র। জানা যায়, নূর উদ্দিন সীতাকুণ্ড থানার বিগত দিনে ও বর্তমানে বিভিন্ন ধরনের মামলা গাড়ি ভাংচুর, গাড়িতে আগুন, খুন, ডাকাতি ও নাশকতাসহ তার বিরুদ্ধে থানায় ২৯টি মামলা রয়েছে। শনিবার বিকালে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও গভীর রাতে ওসি ইফতেখার হাসানের নেতৃত্বে একটি ফোর্স ওসি তদন্ত মোজাম্মেল হোসেন, এসআই কামাল, এসআই মইনূল, এসআই আনোয়ারসহ সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযানে চালিয়ে তার কাছ থেকে একটি দেশিয় এলজি, একটি কাতূজ, দেশিয় অস্ত্র উদ্ধার করে। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান ‘গোপন সংবাদের ভিত্তিতে মোঃ নূর উদ্দিন কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করি। পরে রাতে তাকে নিয়ে অভিযান চালিয়ে অবৈধঅস্ত্র সহ অনেক দেশিয় অস্ত্র উদ্ধার করি। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় নাশকতা, খুন, ডাকাতিসহ ২৯ টি মামলা রয়েছে বলে তিনি জানান।’
×