ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেবপুরে কৃষকের জমিতে আবাসন কোম্পানির সাইনবোর্ড

প্রকাশিত: ২০:২৩, ২৫ সেপ্টেম্বর ২০১৬

দেবপুরে কৃষকের জমিতে আবাসন কোম্পানির সাইনবোর্ড

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের দেবপুর মৌজায় এখন শোভা পাচ্ছে জমি বেচা-কেনার অসংখ্য সাইনবোর্ড। প্রকৃত জমির মালিকরাও জানছেন না তার জমিতে কে বা কারা এসব সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। সরেজমিনে দেখা গেছে দেবপুর মৌজায় শোভা পাচ্ছে অসংখ্য সাইনবোর্ড। কুইক এন্ড কুইক এসেট ডেভেলপমেন্টস লিমিটেড নামে এমডি আবুল হোসেন রনির নামে ক্রয় কিংবা বায়নাসূত্রে মালিকানার দাবি সংবলিত এ সাইনবোর্ডগুলো টানানো হয়েছে। মাত্র তিন/চারদিন থেকে এ সাইনবোর্ডগুলো শোভা পাচ্ছে। ফলে জমির মালিকরা রয়েছেন আতঙ্কে। প্রত্যেকটি সাইনবোর্ডে জমির মালিকানাধীন ব্যক্তির নাম এবং তফশীল উল্লেখ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, এসব জমির মালিক এবং বর্তমান বসতিকারীরা অধিকাংশরাই জানেন না কারা এ সাইনবোর্ড দিয়েছেন। কুইক এন্ড কুইক এসেট ডেভেলপমেন্টস লিমিটেড এর পক্ষে থেকে আবুল হোসেন রনিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি প্রথমে পাল্টা প্রশ্ন করেন। আপনার সমস্যা কি ? একটু পরে আবার জানান, পরে আপনার সঙ্গে কথা বলব। তবে শহীদ মৃধা নামের এক ব্যক্তি দাবি করেন তাদের জমি একটি আবাসন কোম্পানির কাছে বিক্রির জন্য কথাবার্তা চলছে।
×