ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে তৈরি পাইপে শাস্তি-শুল্ক বসানোর পথে আমেরিকা

প্রকাশিত: ২০:১৪, ২৫ সেপ্টেম্বর ২০১৬

ভারতে তৈরি পাইপে শাস্তি-শুল্ক বসানোর পথে আমেরিকা

অনলাইন ডেস্ক ॥ শাস্তিমূলক আমদানি শুল্ক বসানোয় ভারতকে কড়া নজরে রাখছে আমেরিকা। মার্কিন বাণিজ্য দফতর তার অভিযোগে জানিয়েছে, বিশেষ ধরনের ওয়েল্ডিং করা স্টেনলেস পাইপ ভারত সস্তা দরে ঢালাও রফতানি করছে আমেরিকায়। এই পরিপ্রেক্ষিতে শাস্তি-শুল্ক বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত করার দিকেই এগোচ্ছে তারা। সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, ১৩.৩ শতাংশ পর্যন্ত হারে বসতে পারে এই আমদানি শুল্ক। আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন বা আইটিসি) এই মুহূর্তে বেশ কিছু শিল্প সংস্থার অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখছে, আমেরিকার পাইপ শিল্পের এর জেরে কতটা ক্ষতি হচ্ছে। ভারত থেকে আসা পাইপ সত্যিই মাত্রা ছাড়িয়ে আমেরিকার বাজারে ভাগ বসাচ্ছে কি না, সেটাই তাদের বিচার্য বিষয়। ঠিকঠাক আন্দাজ পেলেই শাস্তিমূলক আমদানি শুল্ক (অ্যান্টি ডাম্পিং ডিউটি) বসানোর পক্ষে রায় দেবে তারা। আগামী ৬ নভেম্বরই সিদ্ধান্ত জানাবে আইটিসি, যার ভিত্তিতে শুল্ক-হার স্থির করবে বাণিজ্য দফতর। ভারত এ ধরনের পাইপ রফতানিতে প্রতিযোগিতার আইন ভেঙে লাগামছাড়া ভর্তুকি দিচ্ছে বলেও অভিযোগ বাণিজ্য দফতরের। তাদের মতে, উৎপাদন খরচের থেকে কম দামে বিক্রি করে বাজার দখলই ভারতের লক্ষ্য। আমেরিকার নজরে রয়েছে ১৪ ইঞ্চি পর্যন্ত ব্যাসের পাইপ। এ ধরনের স্টেনলেস প্রেসার পাইপ মূলত ব্যবহার করা হয় তরল ও গ্যাস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে। এবং, তা পাইপে পাঠানো হয় উচ্চ চাপে ও তাপে। পেট্রো-রসায়ন, তেল, গ্যাসের মতো শিল্পে তা কাজে লাগে। ভারতকে কিছুদিন ধরেই এ ধরনের পাইপ রফতানি নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে আইটিসি। ২০১৫ সালে আমেরিকায় এ ধরনের পাইপ রফতানির মূল্য ছুঁয়েছে ৩ কোটি ৩১ লক্ষ ডলার। বস্তুত, আমেরিকার বেশ কয়েকটি ইস্পাত সংস্থা গত বছর এ বিষয়ে অভিযোগ এনে মামলা দায়ের করেছে। যেমন: মার্কিন ইস্পাত প্রস্তুতকারক সংস্থা সিন্যালয় কর্পোরেশন-এর শাখা ব্রিস্টল মেটাল্‌স, ফিনল্যান্ডের আউটোকুম্পু-র শাখা আউটোকুম্পু স্টেনলেস পাইপ, ফেলকার ব্রাদার্স কর্পোরেশন এবং মার্সিগাগলিয়া ইউএসএ। উল্লেখ্য, চিন সস্তার ইস্পাত রফতানি করে ভারতীয় শিল্পের ক্ষতি করছে বলেই অনেক দিন ধরে অভিযোগ নয়াদিল্লির। এ বার উল্টে ভারতের দিকেই অভিযোগের তির ছুড়ল আমেরিকা। ভারত এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, রফতানি শিল্পমহল এখন তা নিয়েই চিন্তিত। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×