ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্টাইলক্রাফটের আয়ের ৭.৮৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ১৯:৪০, ২৫ সেপ্টেম্বর ২০১৬

স্টাইলক্রাফটের আয়ের ৭.৮৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত স্টাইলক্রাফটের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য আয়ের ৭.৮৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ১৫ মাসের (এপ্রিল ২০১৫-জুন ২০১৬) ব্যবসায়িক ফলাফলের উপরে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এ সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৯৫.৪২ টাকা। এর বিপরীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৭৫ শতাংশ নগদ বা প্রতিটি শেয়ারে ৭.৫ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এতে করে ইপিএস এর ৮৭.৯২ টাকা কোম্পানির সংরক্ষিত আয়ে যোগ হবে। ২০১৬ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৪৬২.৯০ টাকা। কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্যা আলোচ্য বিষয়সমূহ চূড়ান্ত অনুমোদনের জন্য মহাখালীর হোটেল অবকাশে বিকাল ৩ টায় বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। তবে এজিএম’র তারিখ পরে জানানো হবে বলে জানানো হয়েছে। কোম্পানিটির শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ২০ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। আগের বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ৬ টাকা নগদ লভ্যাংশ প্রদান করেছিল। উল্লেখ্য শনিবার (২৪ সেপ্টেম্বর) লেনদেন শেষে স্টাইলক্রাফটের শেয়ার দর ১২৬০.১০ টাকায় দাড়িয়েছে।
×