ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

প্রকাশিত: ১৮:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০১৬

লক্ষ্মীপুরে মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। জাল ফেললেই পাওয়া যাচ্ছে মাঝারি ও বড় ধরনের রূপালী ইলিশ। ইলিশ বেচাকেনাকে কেন্দ্র করে মাছ ঘাটে প্রতিদিন আদান প্রদান হচ্ছে কোটি কোটি টাকা । ইলিশ বিক্রি টাকা থেকে ঋণের দায় দেনা শোধ করতে পেরে জেলেরা দারুন খুশি। জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ জানান, জেলায় এ বছর ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ২০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যার বাজার মূল্য পাঁচ’শ কোটি টাকারও বেশী। দেরিতে হলেও লক্ষ্মীপুর মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত একমাস ধরে জেলেদের জালে ইলিশমাছ ধরা পড়ায় আনন্দ বইছে জেলে পাড়ায় মহল্লায়। জেলেরা এখন আর অলস সময় কাটেনা । ছেঁড়া জাল বুননের সময় এখন জেলেদের হাতে নেই । অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশের আকার বেশ বড়। এখন ৫’শ গ্রাম সাইজের ইলিশ প্রতি হালি (৪টি) সর্বোচ্চ ৫’শ থেকে ৬’শ টাকায়, এক কেজি সাইজের প্রতি হালি ১৮শ থেকে ২৪শ টাকায়, জাটকা ৮/ ৯ থেকে ইঞ্চি আকারের ১২০-টাকা থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাহিদা মতো ইলিশ পেয়ে এতে ক্রেতা বিক্রেতা সবাই খুশি। জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্যা বলেন, প্রশাসনের সহযোগীতায় জেলা মৎস্য বিভাগ মা ইলিশ ও ঝাটকা ইলিশ সংরক্ষনসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করায় মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে । জেলেরা এখন আরো সচেতন হওয়ায় বছর বছর ইলিশের উৎপাদন বৃদ্ধির আশা পোষন করেন এই কর্মকর্তা । উল্লেখ্য, গেলো শীত মৌসুমেও প্রচুর ইলিশ ধরা পড়েছে এ অঞ্চলে। এতে এলাকার মানুষের আমিষের মেটানোর পাাশাপাশি সরকারের অনেক রাজস্ব আয় হয়েছে। যা বিগত বিশ বছরের নজিরবিহিন বলে এলাকার বৃদ্ধরা মনে করেন। এতে ইলিশের দু’টি মৌসুমে সরকারের রাজস্ব সাশ্রয় হয়েছে প্রায় হাজার কোটি টাকা।
×