ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুইপার দিয়ে চিকিৎসার অভিযোগ তদন্তে টিম

প্রকাশিত: ০৮:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০১৬

সুইপার দিয়ে চিকিৎসার অভিযোগ তদন্তে টিম

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুইপার দিয়ে চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত সুইপারকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। হাসপাতাল সূত্র জানায়, শনিবার বেলা ১১ টার দিকে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক খাজা আবদুল গফুরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হচ্ছে, ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক মোজাম্মেল হক ও আবাসিক চিকিৎসক জেসমিন নাহার। এ সময় হাসপাতালের উপ-পরিচালক খাজা আবদুল গফুর সাংবাদিকদের জানান, ঘটনা সত্য প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জনকণ্ঠকে জানান, হাসপাতালের প্রশাসনের তরফ থেকে কোন তদন্ত রিপোর্ট তাদের হাতে পৌঁছেনি। তবে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ পেয়ে সুমনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড পেলে জিজ্ঞাসাবাদ করা হবে সুমনকে। উল্লেখ্য, শুক্রবার ঢামেক হাসপাতালে বিপ্লব মণ্ডল (২৪) নামে এক রোগীর মৃত্যু হয়। অভিযোগ ওঠে, ওই রোগীর চিকিৎসা করছিলেন সুমন নামে ঢামেক হাসপাতালের এক সুইপার!
×