ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে ॥ বেনজীর

প্রকাশিত: ০৮:১২, ২৫ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে ॥ বেনজীর

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গীবাদের উৎপত্তিস্থল বাংলাদেশ নয়। এটা এসেছে বিদেশ থেকে। কিন্তু এখন এ সঙ্কট মোকাবেলায় শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এগিয়ে আসতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ছদ্মবেশে যাতে কেউ জঙ্গীবাদের তালিম না দিতে পারে সেটা শিক্ষার্থীরাই সবচেয়ে ভালভাবে নজরদারি করতে পারবে। তিনি শনিবার তেজগাঁওয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে ফল সেমিস্টারের শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসেপশন এ্যান্ড ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। র‌্যাব প্রধান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আনাচে-কানাচে কখন কি ঘটে, কে কি করে, ধর্মীয় আলোচনার ছদ্মবেশে জঙ্গীবাদের তালিম দেয়া হয় কি হয় না সেটা শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি খোঁজ-খবর রাখতে পারে। শিক্ষক ও শিক্ষার্থীরা যদি একটু সচেতন থাকে তাহলে কোন শিক্ষা প্রতিষ্ঠানেই ধর্মীয় উগ্রপন্থার উন্মেষ ঘটানো সম্ভব নয়। কোমলমতি শিক্ষার্থীদের ব্রেনওয়াশ করাও সম্ভব নয়। উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম বলেন, মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ছাত্র- শিক্ষক সবাইকে একযোগে সতর্ক থাকতে হবে। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান, স্কুল অব আর্টস এ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আব্দুল হাকিম ও প্রধান সমন্বয়ক উইং কমান্ডার (অবঃ) এএইচএম মোস্তফা মোর্শেদ।
×