ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্লেনযাত্রীদের স্যামসাং নোট-৭ ব্যবহারে সতর্কতা জারি

প্রকাশিত: ০৮:০৬, ২৫ সেপ্টেম্বর ২০১৬

প্লেনযাত্রীদের স্যামসাং নোট-৭ ব্যবহারে সতর্কতা জারি

স্টাফ রিপোর্টার ॥ এবার বাংলাদেশের সকল আকাশযাত্রীকে স্যামসাং নোট-৭ ব্যবহারে সতর্কতা জারি করা হয়েছে। যাত্রী পরিবহনে নিয়োজিত এয়ারলাইন্সগুলোর যাত্রী ও ক্রুদের বিপজ্জনক এ ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্ক করেছে সিভিল এ্যাভিয়েশন কর্তৃপক্ষ। স্যামসাং নোট-৭ নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়। ২৯ এয়ারলাইন্সের কান্ট্রি ডিরেক্টর ও ব্যবস্থাপকদের দেয়া সতর্কতাপত্রে বলা হয়, প্লেনে ওঠার পর স্যামসাং নোট-৭ এর সুইচ অন করা যাবে না। চার্জেও দেয়া যাবে না। কোন লিথিয়াম আয়ন ব্যাটারি ও ডিভাইস ব্যাগে রাখা যাবে না। এসব ডিভাইস যাত্রীকে অবশ্যই হাতে রাখতে হবে। এ বিষয়ে জানতে চাইলে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান অবগত নন বলে জানান।
×