ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৬:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০১৬

শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়

সম্প্রতি টাইমস হায়ার এ্যাডুকেশন (টিএইচই) বিশ্বের শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে শীর্ষস্থান দখল করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই প্রথম যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয় তালিকাটির শীর্ষস্থান দখল করল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) গেল পাঁচ বছর ধরে তালিকাটির শীর্ষস্থানে ছিল। কিন্তু এবার ক্যালটেককে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছে অক্সফোর্ড। আগের বছর অক্সফোর্ড দ্বিতীয় অবস্থানে ছিল। বিশ্ববদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (বিদেশী ছাত্র ও কর্মীর সংখ্যা ইত্যাদি) বিবেচনা করে তালিকাটি তৈরি করা হয়েছে। ক্যাম্পাস প্রতিবেদক ১। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য ২। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক), যুক্তরাষ্ট্র ৩। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র ৪। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য ৫। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), যুক্তরাষ্ট্র ৬। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র ৭। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র ৮। ইম্পেরিয়াল কলেজ, যুক্তরাজ্য ৯। সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি, সুইডেন ১০। শিকাগো বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র
×