ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্পিনার ইমাদের দারুণ রেকর্ড

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬

স্পিনার ইমাদের দারুণ রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ক্রিকেটে কখনও প্রতিভার অভাব হয়নি, ইমাদ ওয়াসিমের রেকর্ডগড়া দুরন্ত বোলিংয়ে সেটিই আবারও প্রমাণ হলো। তুখোড় সাঈদ আজমলকে হারানোর দুঃখ ভুলিয়ে দিচ্ছেন ইংল্যান্ডের গ্ল্যামারগনে জন্ম নেয়া এই স্পিনার। গত মাসেই গ্রেট ওয়াসিম আকরামকে টপকে বাঁহাতি বোলার হিসেবে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছিলেন। ২৭ বছর বয়স এবার স্পিনার হিসেবে দেশের হয়ে টি২০ ম্যাচে গড়লেন সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। ৪ ওভারে ১৪ রান দিয়ে নিলেন ৫ উইকেট। শুক্রবার দুবাইয়ে প্রথম টি২০তে ৯ উইকেটের বিশাল জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় পাকিস্তান। একই ভেন্যুতে শনিবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় ম্যাচ। টি২০র বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে সরফরাজ আহমেদের দল। রেকর্ডগড়া বোলিংয়ের পথে যেখানে আলো ছড়িয়েছেন ইমাদ। ইনিংসে তার বোলিং ৪-০-১৪-৫। টি২০ ইতিহাসের অষ্টমসেরা। ২৪ ডেলিভারিতে একটিমাত্র চারই দিয়েছেন। প্রথম পাকিস্তানী স্পিনার হিসেবে টি২০ ক্রিকেটে ৫ উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়েন ইমাদ। আগের সেরা বোলিং ছিল মোহাম্মদ হাফিজের। ২০১১ সালে হারারেতে জিম্বাবুইয়ের বিপক্ষে তার বোলিং ২.২-০-১০-৪। পাকিস্তানের হয়ে টি২০তে ৫ উইকেট শিকারের মাত্র তৃতীয় ঘটনা এটি। আগের দুবারই যেটি করেছিলেন পেসার উমর গুল- ৩-০-৬-৫ ও ২.২-০-৬-৫; যথাক্রমে নিউজিল্যান্ড (২০০৯) ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (২০১৩)। ইমাদের ঘূর্ণিবিষে নীল উইন্ডিজ এদিন ১ বল বাকি থাকতে ১১৫ রানে অলআউট! জবাবে খালিদ লতিফ (৩৪*) আর বাবর আজমের (৫৫*) ব্যাটে ভর করে ১৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। এ নিয়ে টানা দ্বিতীয় টি২০ জিতল দলটি। ইংল্যান্ড সফরে একমাত্র টি২০তে অধিনায়ক হিসেবে অভিষেক সরফরাজের। সেই ম্যাচেও ৯ উইকেটে জিতেছিল তারা।
×