ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কানপুরে চালকের আসনে ভারত

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬

কানপুরে চালকের আসনে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের শেষ ৫ উইকেট পড়েছিল ৫৭ রানে, নিউজিল্যান্ডের মাত্র ৭ রানে! কানপুর টেস্টে শুরু হয়ে গেছে স্পিনারদের দাপট, তাতে তিনদিনেই স্বাগতিকদের চালকের আসনে বসিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন আর রবিন্দ্র জাদেজা। বৃষ্টিবিঘিœত দ্বিতীয়দিনে যেখানে চাপে ছিল বিরাট কোহলির দল, পরদিনই সেখানে নিয়ন্ত্রণ তাদের হাতে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৬২ রানে গুঁড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫৯ রান করে ২১৫ রানের লিড নিয়েছে ভারত। মুরলি বিজয় ৬৪ ও চেতেশ্বর পূজারা ৫০ রান নিয়ে ব্যাট করছেন। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৩১৮। নিজেদের ঐতিহাসিক ৫০০তম টেস্টে চাপ কাটিয়ে ঠিকই স্বরূপে কোহলি-বাহিনী। বৃষ্টিবিঘিœত দ্বিতীয়দিনে ৪৭ ওভারে ১৫২ রান তুলতে মাত্র ১ উইকেট হারিয়েছিল সফরকারী নিউজিল্যান্ড। ভারতকে তিন শ’র আশপাশে আটকে রাখার পর কেন উইলিয়ামসনদের জন্য সেটি ছিল উজ্জীবিত হওয়ার মতো বিষয়। কিন্তু শনিবার কিউই ব্যাটিংয়ের লেজটা দরুণভাবে মুড়ে দিয়ে লিড পেয়ে যায় স্বাগতিকরা। আর ১১০ রান যোগ করতে ৯ উইকেট হারায় অতিথিরা। ২৬২ রানে অলআউট উইলিয়ামসনের দল। ৫ উইকেট নিয়ে মূল কারিগর স্পিনার রবীন্দ্র জাদেজা। প্রথম ১৯ ওভারে উইকেট পাননি, পরের ১৫ ওভারে একে একে রস টেইলর, লুক রনকি, মার্ক ক্রেইগ, ইশ সোধি ও ট্রেন্ট বোল্টকে সাজঘরে পাঠান এই ডানহাতি অর্থোডক্স বোলার। এর আগে টেলএ্যান্ডে নেমে ব্যাট হাতে খেলেছিলেন ৪০ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস। তার ওপর ভর করেই ৩ শ’ পেরিয়ে রানের সংগ্রহ পেয়েছিল দল। মার্টিন গাপটিলকে (৩৫) হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে লাথাম আর উইলিয়ামসন দারুণ খেলছিলেন। ১২৪ রানের জুটি গড়ে দলকে বড় লিডের স্বপ্নই দেখাচ্ছিলেন। কিন্তু লাথাম (৫৮) অশ্বিনের বলে বোল্ড হলে পথ হারায় কিউইরা। উইলিয়ামসন অবশ্য কিছুক্ষণ হাল ধরেছিলেন। কিন্তু ৭৫ রান করে অধিনায়ক নিজেও অশ্বিনÑঘূর্ণির শিকারে পরিণত হন। এরপর বলার মতো জুটি বলতে পঞ্চম উইকেটে লুক রনকি ও স্যান্টনারের ৪৯ এবং ৬ষ্ঠ উইকেটে মিচেল স্যান্টনার ও বিজে ওয়াটলিংয়ের ৩৬, বাকি লাইনআপ ভেঙ্গে পড়েছে তাসের ঘরের মতো। রানের খাতাই খুলতে পারেননি সোধি, বোল্ট ও নেইল ওয়াগনার। দিনের নায়ক জাদেজার ৫-এর পাশাপাশি দলের সেরা স্পিনার অশ্বিন নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি পেসার উমেশ যাদবের, সেটি আগের দিনের। কাল অতিথি ব্যটিং নিয়ে খেলেছেন কেবল জাদেজা-অশ্বিনই। ৭ রানের মধ্যে কিউইরা নিজেদের শেষ ৫ উইকেট হারিয়েছে। এটি অবশ্য রেকর্ড নয়। ১৯৯২-৯৩ মৌসুমে কলম্বোর পি সারা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়েছিল! দ্বিতীয় ইনিংসে ভারতকে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছেন বিজয়-পূজারা। লোকেশ রাহুল আশা জাগিয়ে ব্যর্থ (৩৮) হলেও এই দুজন অবিচ্ছিন্ন জুটিতে তুলে নিয়েছেন ১০৭ রান। আজ দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার সুযোগ কোহলিদের সামনে। কানপুরে অবশ্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
×