ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যানইউতে বিধ্বস্ত লিচেস্টার সিটি

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬

ম্যানইউতে বিধ্বস্ত লিচেস্টার সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগে টানা দুই ম্যাচ হারের পর স্বস্তি ফিরেছে ইউনাইটেড শিবিরে। শনিবার জোশে মরিনহোর শিষ্যরা ৪-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে এদিন আতিথ্য দেয় রেড ডেভিলরা। চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে জোশে মরিনহোর শিষ্যরা। তবে স্বাগতিক সমর্থকদের গোল উৎসবের শুরুটা করে দেন ক্রিস স্ম্যালিং। অসাধারণ এক হেডের সৌজন্যে গোল করেন তিনি। এরপর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতা। তারপরও থামেনি ম্যানইউর গোল উৎসব। বিরতিতে যাওয়ার আগে মাত্র ২ মিনিটের ব্যবধানে দুই গোল করেন মার্কাস রাশফোর্ড এবং পল পগবা! জুভেন্টাস থেকে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে ইউনাইটেডে ফিরে গোলখরায় ভুগছিলেন পগবা। অবশেষে গোলখরা কাটালেন তিনি। এর ফলে মাত্র ২০ মিনিটেই প্রতিপক্ষের জালে চারবার বল জড়ায় জোশে মরিনহোর শিষ্যরা। তবে লিচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে কোন গোল করতে পারেনি ম্যানইউ। বরং ৫৯ মিনিটে সান্ত¡নার এক গোল করেন লিচেস্টার সিটির ডেমারাই গ্রে। এর ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের ব্যবধানটা দাঁড়ায় ৪-১। এই ম্যাচে প্রথম একাদশে দলের অধিনায়ক ওয়েইন রুনিকে রাখেননি জোশে মরিনহো। ম্যাচ শেষের ৭ মিনিট আগে তাকে বদলি হিসেবে মাঠে নামান স্পেশাল ওয়ান। লিচেস্টার সিটির বিপক্ষে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিনে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। আর ৬ ম্যাচ থেকে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১২ নাম্বারে ছিটকে পড়েছে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। তবে ১ ম্যাচ কম খেলেও ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেডেরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। এদিকে সিটির ডিফেন্ডার আলেক্সান্দার কোলারভকে নতুন চুক্তির জন্য ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির কোচ পেপ গার্ডিওলা। সিটির নতুন মৌসুমের উড়ন্ত সূচনায় চোখ জুড়ানো পারফর্মেন্স প্রদর্শন করেছেন ৩০ বছর বয়সী কোলারভ। যার সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে সিটির। তবে সার্বিয়ার এই আন্তর্জাতিক তারকাকে সিটিতে রেখে দিতে চান গার্ডিওলা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনও সেপ্টেম্বর মাস চলছে। তাই চুক্তির জন্য পর্যাপ্ত সময় আমাদের হাতে রয়েছে। কিন্তু আমি চাই সে যেন এখানে আনন্দের মধ্যে থাকে। এ বিষয়ে আমরা অবশ্যই তার সঙ্গে আলাপ করতে চাই। আমি যেটি চাই সেটি হচ্ছে এখন থেকেই সে যেন খুশি থাকে এবং প্রতিদিন সে যেন ভাল খেলার অনুভূতি লাভ করে।’
×