ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়ের জন্যই আজ খেলবে আফগানরা ॥ আসগর

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০১৬

জয়ের জন্যই আজ খেলবে আফগানরা ॥ আসগর

স্পোর্টস রিপোর্টার ॥ লড়াইটা সহজ হবে না। প্রস্তুতি ম্যাচে সহজ জয় তুলে নিয়ে সেটার জানান দিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। আর সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে তারা। বিশেষ করে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুইয়ের বিরুদ্ধে টানা দুটি ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে তারা। এ কারণে দারুণ উজ্জীবিত আফগানরা। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ভাল কিছু করার। এমনকি বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নেয়ার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে সফরকারীরা। এমন প্রত্যয়ই জানিয়েছেন অধিনায়ক আসগর স্ট্যানিকজাই। তবে বাংলাদেশের মতো বড় দলের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার অন্যতম সুযোগ হিসেবে দেখছেন কোচ লালচাঁদ রাজপুত। তিনি মনে করেন ব্যালান্সড একটি দল নিয়েই নিজেদের সেরা ক্রিকেট খেলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে আফগানিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। ২০১৪ সালে এশিয়া কাপে দারুণ একটা স্মৃতি নিয়ে ফিরে গিয়েছিল আফগানিস্তান। প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে মোকাবেলায় নেমেই এশিয়া কাপে হারিয়ে দিয়েছিল তারা। স্বাগতিক দলকে হারিয়ে দেয়ার সেই স্মৃতিটা সুখকর হলেও এখন নিজেদের শক্তিমত্তা দিয়ে জয়ের জন্যই খেলতে চায় আফগানরা। এ বিষয়ে স্ট্যানিকজাই বলেন, ‘আমাদের প্রথম প্রচেষ্টা থাকবে জয় তুলে নেয়ার। আমরা ভাল ক্রিকেট খেলতে চাই। দুই বছর আগে আমরা জিতেছিলাম সেটা মনে আছে, কিন্তু দুই বছর চলে গেছে। এখন নতুন সময়। আমরা এখন পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে খেলছি। কাজেই তারা অবশ্যই আমাদের চেয়ে বড় দল। কিন্তু আমরা নিজেদের সেরা খেলাটা উপহার দিতে চাই। সেটা করতে পারলে ক্রিকেটারদের জন্য অনেক ভাল অনুপ্রেরণা হবে।’ বাংলাদেশে আসার আগে ভারতে কন্ডিশনিং ক্যাম্প করেছে আফগানরা। সেখানেও প্রস্তুতি ম্যাচ খেলেছে। ওয়ানডে সিরিজের আগেই একটি প্রস্তুতি ম্যাচ খেলে বিসিবি একাদশের বিরুদ্ধে জয় তুলে নিয়ে বেশ উজ্জীবিত দলটি। তবে নিজেদের আন্ডারডগ মনে করছেন কিনা সে বিষয়ে আসগর বলেন, ‘বাংলাদেশ দল টেস্ট খেলে এবং পূর্ণ সদস্য দেশ। আমরা এমন দলগুলোর বিরুদ্ধে অনেক বেশি বেশি খেলে নিজেদের উন্নতি করতে চাই। আমরা এখন নিয়মিতই সেটা সুযোগ পাচ্ছি। এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পারাটা আমাদের ক্রিকেটের জন্য খুবই সহায়ক হবে। গত শুক্রবার আমরা অনুশীলন ম্যাচ খেলেছি, ভারতেও কিছু ম্যাচ খেলার সুযোগ হয়েছে। এসব আমাদের ভাল প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হয়েছে।’ আফগানিস্তান দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ওপেনার মোহাম্মদ শাহজাদ। তবে একক কোন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয় আফগানিস্তান এমনটাই দাবি অধিনায়কের। তিনি বলেন, ‘তিনি অবশ্যই অনেক ভাল খেলোয়াড় এবং দলের হয়ে ভাল নৈপুণ্য দেখাচ্ছেন। কিন্তু আমরা শুধু তার ওপর নির্ভরশীল নই। দলে যারা আছেন প্রতিটি খেলোয়াড়ের ওপরই আমাদের যথেষ্ট আস্থা আছে। বাংলাদেশ দল অনেক ভাল। আমরা সম্মিলিত প্রচেষ্টা দিয়েই তাদের মোকাবেলা করতে চাই।’ জয় দিয়েই এবার বাংলাদেশ সফর শুরু করেছে আফগানরা। প্রস্তুতি ম্যাচের জয়টা ক্রিকেটারদের একটা ভাল মানসিক দৃঢ়তা দেবে এমনটাই মনে করেন কোচ রাজপুত। তিনি বলেন, ‘যে কোন জয়ই ভাল একটা অনুপ্রেরণা। আমি মনে করি এটাতে আমাদের ক্রিকেটাররা একটা ভাল ছন্দ পেয়েছে। আমাদের দলটা ব্যালান্সড। অনুর্ধ-১৯ দল থেকে মেধাবী তরুণদের নেয়া হয়েছে। অভিজ্ঞ অনেকে আছে যারা আন্তর্জাতিক ক্রিকেট অনেকদিন ধরে খেলছে। তরুণ-অভিজ্ঞর সমন্বয়ে গড়া এ দলটির ভাল কিছু করার সামর্থ্য আছে।’ দলে আছে তিনজন ভাল মানের লেগস্পিনার। তারা প্রস্তুতি ম্যাচে ভালও করেছেন। তবে তাদের নিয়ে খুব বেশি কিছু বলতে নারাজ রাজপুত। তিনি বলেন, ‘বাংলাদেশ বেশ ভাল দল। নিয়মিত তারা সাফল্য পাচ্ছে। বাংলাদেশের ভাল ব্যাটসম্যানদের বিরুদ্ধে তারা কি করেন সেটা আগামীকালের (আজ) ম্যাচ দেখে আমরা বলতে পারব। চমকে দেয়া সম্ভব কিনা সেটাও ম্যাচ থেকেই জানা যাবে।’
×