ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাশরাফির লক্ষ্য আক্রমণাত্মক খেলা

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০১৬

মাশরাফির লক্ষ্য আক্রমণাত্মক খেলা

টস রিপোর্টার ॥ সফরকারী আফগানিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে দীর্ঘ বিরতি। দীর্ঘ ছয়মাস পর আন্তর্জাতিক ক্রিকেট এবং ১০ মাসেরও বেশি সময় পর ওয়ানডে খেলতে আজ নামবে বাংলাদেশ। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনেও এই বিরতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তান কাগজে-কলমে বাংলাদেশের তুলনায় ছোট দল হলেও সে কারণে তাদের বেশ সমীহের চোখেই দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্দিকা হাতুরাসিংহে। তবে তিনি চান দল আবার জয়ের মানসিকতায় অভ্যস্ত হয়ে পড়ুক। সেজন্য প্রথম ম্যাচই জিততে চান এবং তিনটি ওয়ানডেই জেতার লক্ষ্য তার। আর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা চান আক্রমণাত্মক ক্রিকেট খেলতে। গত বছর সাফল্যময় ছিল, যে সাফল্য দিয়ে দল শেষ করেছে আবার সেখান থেকেই শুরু করতে চান তিনি। লম্বা বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেট। প্রস্তুতি ম্যাচেও আফগানরা জয় তুলে নিয়েছে। তাই এটা বাংলাদেশ দলের জন্য অতীব গুরুত্বপূর্ণ সিরিজ বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। বিশেষ করে আমরা শেষ এক বছর কোন ম্যাচ খেলেনি। এখন আমরা একটা সিরিজে নামছি। এ জায়গা থেকেই এ সিরিজটি খুব গুরুত্বপূর্ণ; পাশাপাশি আফগানিস্তান এখন খুব ভাল করছে। আমাদের জেতার সুযোগ ছিল। আমরা ওদের ২৩৩-এর মধ্যেই অলআউট করেছি। কিন্তু এরপর চেজ করতে পারিনি। জিততে পারলে অবশ্যই ভাল হতো। আমি মনে করি ওরা ভাল করেছে। আমরাও কাল ভাল খেলতে চাই। যদি ভাল খেলতে পারি অবশ্যই আমাদের সুযোগ থাকবে।’ তবে অনেকদিন পর খেলতে নামার কারণে রক্ষণাত্মক কৌশলে খেলতে নারাজ মাশরাফি। তিনি চান গত বছরটা যেভাবে সাফল্য দিয়ে শেষ করেছিল দল, সেখান থেকেই আবার একই ছন্দে খেলা শুরু করতে। এ বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আমরা যেভাবে শেষ করেছি সেভাবেই খেলা শুরু করতে চাই। শুরুতে আমরা চাইব আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে। সেরা ক্রিকেট বলতে অবশ্যই এটা না যে মানসিকভাবে আমরা রক্ষণাত্মক হয়ে খেলব।’ এবার সিরিজে পেসস্তম্ভ মুস্তাফিজুর রহমান নেই। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘সত্যি বলতে আমরা ফিজকে মিস করব। যারা আছে, আমরা যারা আছি তাদেরও প্রমাণ করার একটা সুযোগ আছে। আমি মনে করি আমাদের সেরা এ্যাটাকই আছে। কোচ একটু আগে বলল তাসকিনের মতো স্কিলফুল বোলার যে কোন টিমের জন্য গুরুত্বপূর্ণ। সে প্রমাণ করে ফিরেছে এটা আমাদের কাছে অনেক ভাল লেগেছে। আশা করছি ওরা আন্তর্জাতিক ক্রিকেট যেখান থেকে শেষ করেছিল ওখান থেকেই আবারও শুরু করবে।’ আফগানদের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারাতে পারলেও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আরেক ধাপ উন্নতি ঘটবে বাংলাদেশ দলের। বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে আছে টাইগাররা। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আমি নিজেও ওটা নিয়ে চিন্তা করিনি। পয়েন্ট টেবিলে এখন যেখানে আছি দেড় বছর আগে কেউ চিন্তা করিনি যে এখানে আসতে পারব। এটা আমার কাছে মনে হয় না কোন ভাবার বিষয়।’ একই কথা বললেন কোচ হাতুরাসিংহেও। তিনি বলেন, ‘আমরা দিনকে দিন যা করি সেটা থেকেই র‌্যাঙ্কিংটা বেরিয়ে আসে। আমরা র‌্যাঙ্কিং নিয়ে চিন্তা করছি না। আমরা ৬ ম্যাচের সিরিজ নিয়ে ভাবছি- তিনটা আফগানিস্তানের বিরুদ্ধে, তিনটা ইংল্যান্ডের বিরুদ্ধে। এভাবেই আমরা বিষয়টাকে নিয়েছি।’ কিন্তু প্রতিপক্ষ আফগানিস্তানকে কোচ ও অধিনায়ক দু’জনই যথেষ্ট সমীহ করছেন। হাতুরাসিংহে বলেন, ‘আফগানিস্তান বেশ শক্ত দল। তারা বৈশ্বিক পর্যায়ে অনেক ভাল দলকে হতাশ করেছে। আমরা তাদের খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা অন্য যে কোন দলের জন্য যেভাবে প্রস্তুত হই, তাদের জন্যও সেভাবে প্রস্তুত হয়েছি।’ আর মাশরাফি এ বিষয়ে বললেন, ‘আফগানিস্তানের বোলিং এ্যাটাক অবশ্যই খুব ভাল। আসলে তাদের পুরো দলটাকেই আমরা সম্মান করছি। অবশ্যই তারা ভাল দল।’ আফগানিস্তান দল হিসেবে যেমনই হোক ঘরের মাটিতে যে কোন দলের বিরুদ্ধে জয় চান হাতুরাসিংহে। তিনি মনেপ্রাণেই চান দল আবার জয়ের মানসিকতায় অভ্যস্ত হয়ে উঠুক শুরু থেকেই। এ কারণে ইংল্যান্ডকে মোকাবেলার আগে আফগানদের বিরুদ্ধে সিরিজটাকে প্রস্তুতিমূলক ভাবতে নারাজ তিনি। হাতুরাসিংহে বলেন, ‘মূল মনোযোগটা যে কোন জাতীয় দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডেই জেতা। আপনারা যেমনটা বলছেন দীর্ঘদিন খেলছি না, এটা আমাদের কেন্দ্রবিন্দুতে থাকবে। আমরা এটাই উতরে যাওয়ার চেষ্টা করব। প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই জরুরী। প্রথম ঘণ্টা জরুরী। আমরা ভালভাবে যেন শুরু করতে পারি সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং মূল মনোযোগ প্রথম খেলাটাতে জয়ী হওয়া।’ এ কারণে শুধু দলের একটা বিভাগের ওপর নির্ভরশীল নয় তিনি। সে কারণেই অধিনায়ককে একটা বৈচিত্র্যময় দল উপহার দিয়েছেন। এ বিষয়ে হাতুরাসিংহে বলেন, ‘দক্ষতার অংশ হিসেবে আমাদের নির্দিষ্ট কোন বিষয়ে চিন্তা নেই- ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং। এটা সার্বিকভাবেই মানসিক ব্যাপার। আমাদের শুধু জয়ী মনমানসিকতায় আসতে হবে। বাংলাদেশের হয়ে আমরা যতগুলো ম্যাচ খেলব এখানে সবগুলো জিততে চাই।’
×