ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৪, ২৫ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

রাজশাহীর ৯ জন এ্যানথ্রাক্সে আক্রান্ত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রোগাক্রান্ত মহিষের মাংস খেয়ে গোদাগাড়ী উপজেলার গ্রামে ৯ ব্যক্তি এ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। উপজেলার মোহনপুর ইউনিয়নের মাকরান্দা গ্রামে কোরবানির ঈদের ২দিন আগে এ্যানথ্রাক্স জীবাণু বহন করা মহিষ জবাই করার পর মাংস কাটা ও খাওয়ার কারণে এ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তারা এখন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। এ্যানথ্রাক্সে আক্রান্তরা হলেন, মাকরান্দা গ্রামের সোলেমান আলীর ছেলে এমরান (৫০), আব্দুর রহমানের ছেলে মিজানুর (৪৭), আব্দুর রহিমের তিন ছেলে রফিকুল (৩৫), শফিকুল (৩২), মফিজুল (২৮) ও মেয়ে রওশন আরা (৫৫), লুৎফর রহমানের ছেলে রুহুল (৫০), আব্দুস কুদ্দুস এর ছেলে টুটুল (২৮)। এ ৭ জন ছাড়াও আরও দুইজন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম। তবে তাদের নাম পাওয়া যায়নি। চট্টগ্রামে ৬০ আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে থানা পুলিশের অভিযানে শনিবার ভোর পর্যন্ত ৬০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে জিআর, সিআর ও সাজাপ্রাপ্ত মামলার আসামি রয়েছে ৩১ জন। থানা পুলিশের এ অভিযানে মোট ৮ হাজার ৪১১ ইয়াবাও উদ্ধার করা হয়। এছাড়া ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ৫৮০টি মামলা দায়ের করেছে সিএমপির ট্রাফিক বিভাগ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নগরব্যাপী রয়েছে পুলিশের চেকপোস্ট। সন্দেহভাজন গাড়ি থেকে শুরু করে পথচারী পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। শনিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৮ হাজার ৪১১ পিস ইয়াবা। ১৬ থানার অভিযানে জিআর মামলার ১১ আসামি, সি আর মামলার ১৭ জন এবং সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, সিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ট্রাফিক আইন অমান্য করাসহ সিএনজি ট্যাক্সি মিটারে না চালানো ও রেজিস্ট্রেশন না থাকার কারণে ৫৮০টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে সিএনজি ট্যাক্সির মামলা রয়েছে ১৭৫টি। তবে কাগজপত্রবিহীন গাড়ি আটক করা হয়েছে ২৩টি। সৌদিতে নিহত স্বামীর লাশ দ্রুত আনার দাবি নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ সেপ্টেম্বর ॥ সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদারের (৩৮) পরিবারের মাঝে চলছে কান্নার রোল। স্বামীকে হারানোর বেদনায় তার স্ত্রী নাজনীন ও ১০ বছরের মেয়ে সানিয়া আক্তার সুচি শোকে বিহ্বল। বাকরুদ্ধ। বার বার ভেঙ্গে পড়ছে কান্নায়। নিহত ওই প্রবাসীর স্ত্রী ও সন্তান সাভার পৌরসভার ‘সরণিকা’ আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করেন। জানা গেছে, সংসারের অভাব ঘুচাতে নয় বছর আগে পটুয়াখালী জেলার বাউফল থানার কিশবপুর গ্রামের রফিকুল বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের জন্য সৌদি আরব যান। মাঝে কয়েক বছর আগে তিনি একবার মা-স্ত্রী-সন্তানদের দেখতে বাংলাদেশে এসেছিলেন। পরিকল্পনা ছিল সৌদি আরবের অর্জিত টাকায় দেশে এসে ব্যবসা করে সংসার চালাবেন। ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় সৌদি আরবের দাম্মামে নিজ কর্মস্থলে মাইক্রোবাসে করে যাওয়ার পথে একটি রাস্তায় প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। নিহতের স্ত্রী নাজনীন জানান, এখনও পর্যন্ত স্বামীর লাশ সৌদি আরবে রয়েছে। তিনি দ্রুত স্বামীর লাশ বাংলাদেশে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান। বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৪ সেপ্টেম্বর ॥ ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে লরেন্স কুবি (৫৫) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সীমান্তবর্তী কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় ধানক্ষেত পাহারা দেয়ার সময় ওই ঘটনা ঘটে। লরেন্স কুবি ওই গ্রামের মনোহর সাংমার ছেলে। বনবিভাগের তাওয়াকুচা বীট অফিসার আশরাফুল আলম জানান, শুক্রবার রাতে ৩০/৩৫টি বন্যহাতির একটি দল পাহাড় থেকে নেমে ছোট গজনীর কৃষকদের ধানক্ষেতে হানা দেয়। ওইসময় এলাকার কৃষকরা বন্যহাতির দলকে তাড়াতে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই লরেন্স কুবি মারা যায়। বাল্যবিয়ে ॥ বর-কনেসহ আটক চার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিয়ে মুক্ত জেলায় ফের বাল্যবিয়ের আয়োজন করায় বিয়ের অনুষ্ঠান থেকে বর ও কনেসহ চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের। জানা গেছে, ওই গ্রামের সিরাজ মিয়ার কন্যা নবম শ্রেণীর ছাত্রী রিনা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার মাগুরা গ্রামের মোজাম্মেল মিয়ার পুত্র রুবেল মিয়ার (৩০) সঙ্গে শুক্রবার বিকেলে বিয়ের দিন ধার্য ছিল। এ খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন থানা পুলিশ নিয়ে বাল্যবিয়ের আসর থেকে বর রুবেল, তার পিতা মোজাম্মেল মিয়া, কনে রিনা ও তার পিতা সিরাজ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় উভয় পরিবার বাল্যবিয়ে থেকে বিরত থাকার জন্য লিখিত মুচলেকা দেয়ার পর মধ্যরাতে আটককৃতদের ছেড়ে দেয়া হয়। র‌্যাবের সঙ্গে বনদস্যুর গুলিবিনিময় স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া নদীতে র‌্যাবের সঙ্গে জলদস্যুদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর বনদস্যুরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, বনদস্যুরা ফেলে যায় চারটি অস্ত্র ও ৫৫ রাউন্ড গুলি। একই সময়ে র‌্যাব জিম্মি ৬ জেলেকে উদ্ধার করে। এছাড়া তিনটি নৌকাও উদ্ধার করা হয়। মেজর আদনান জানান, বুধবার সন্ধ্যা থেকে তারা সুন্দরবনে জলদস্যুদের হাতে জিম্মি হিসেবে আটক জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে আসছিলেন। এর আগে মুক্তিপণের দাবিতে মঙ্গলবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে বনদস্যুরা ২৫টি নৌকা থেকে আট জেলেকে অপহরণ করে। পটিয়া ক্লাবের নির্বাচন নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৪ সেপ্টেম্বর ॥ চট্টগ্রামের পটিয়া ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। বিকেল ৪টায় শুরু হওয়া এই নির্বাচন রাত পৌনে ১টায় শেষ হয়। পদাধিকার বলে সভাপতি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্বাচনে বিজয়ী হয়েছেন সহ-সভাপতি (১ম) পৌর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি (২য়) জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, সাংস্কৃতিক সম্পাদক অভিজিত বড়ুয়া মানু, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব, কার্যকরী সদস্য ডাক্তার জয় দত্ত বড়ুয়া, নুরুল আবছার, এয়ার মুহাম্মদ, আহমদ উল্লাহ, শিক্ষক মোহাম্মদ হারুন, কামরুল ইসলাম। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ-সাধারণ সম্পাদক পদে প্রাক্তন ছাত্রলীগ নেতা সরোয়ার কামাল রাজিব, অর্থ সম্পাদক পদে শিক্ষক নেতা মাস্টার শ্যামল কান্তি দে, ক্রীড়া সম্পাদক নুরুল হাসান সেলিম, পাঠাগার সম্পাদক পদে শফিকুল আলম বশর, প্রচার সম্পাদক পদে সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী ও দফতর সম্পাদক পদে শিক্ষক পীযুষ কুমার দে। উল্লেখ্য, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবে আজীবন সদস্য ৩৪৯ ও সাধারণ সদস্য ১৫৩ জন। তার মধ্যে রয়েছেন ৪ মহিলা সদস্য। বজ্রপাতে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে শাওন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক রাজশাহীর তানোর উপজেলার গাগনন্দ মির্জাপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। পুলিশ জানান, দুর্গাপুর গ্রামে শাওন তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বাড়ির বাইরে বের হয়। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ইয়াবাসহ আটক এক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে আকবর শাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক করা হয় বাচ্চু মিয়া নামের এক পাচারকারীকে। পুলিশ জানিয়েছে, আকবর শাহ থানা পুলিশের একটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছিল সিটি গেট এলাকায়। সিটি গেটের অনতিদূরে থাকা আলমাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাসকে তল্লাশির উদ্দেশে থামানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী যাত্রী বাচ্চু মিয়ার দেহ তল্লাশি করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট। পুলিশী জিজ্ঞাসাবাদে বাচ্চু মিয়া জানিয়েছে, বিক্রির উদ্দেশ্যে এসব ইয়াবা নিয়ে যাচ্ছিল সে। বাল্যবিয়ে থেকে রক্ষা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ সেপ্টেম্বর ॥ লালপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল উপজেলার মাঝগ্রাম ধনুরমোড় এবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সুমা খাতুন। এ ঘটনায় শনিবার সকালে কনের পিতা শাহাদত হোসেন, বরের চাচাত দুলাভাই মুক্তার হোসেন ও বরযাত্রী আবু তাহের শেখকে ১ মাস করে বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের ভ্রম্যমাণ আদালত। পুলিশ জানায়, টাঙ্গাইল জেলার ভূঁয়াপুর উপজেলার বামনহাটা গ্রামের হেকিম আলীর ছেলে নূর হোসেনের সাথে লালপুর উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়া গ্রামের শাহাদত হোসেনের ৪র্থ শ্রেণী পড়ুয়া সুমা খাতুনের বিয়ে ঠিক হয়। শুক্রবার যথা সময়ে ৮/৯জনের বরপক্ষ বিয়ে করতে কনের বাড়িতে হাজির হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে লালপুর উপজেলা নির্বাহী আফিসার নজরুল ইসলামকে জানান। তিস্তায় পাথর উত্তোলন ॥ ১৫ নৌকা জব্দ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে ভারি মেশিন দিয়ে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে ইঞ্জিনসহ ১৫টি নৌকা জব্দ করা হয়েছে। শনিবার সকাল থেকে অভিযান শেষে বিকেলে জব্দ করা ওইসব ইঞ্জিন ও নৌকা ধ্বংস করা হয়। টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়। এ সময় বিজিবির ৭ ব্যাটালিয়নের সদস্য ও ডিমলা থানা পুলিশ অংশ নেয়। বিজিবি ৭ ব্যাটালিয়নের নবীনগর বিওপি ক্যাম্পের সুবেদার মোবাশ্বের খান বলেন, আইন অমান্য করে তিস্তা নদী থেকে ভারি মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করছে একটি চক্র। ফলে পরিবেশ বিপর্যয়সহ নদীর গতি পরিবর্তন হচ্ছে। এমন অভিযোগে শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিমলা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে বিজিবি-পুলিশ সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে তিস্তা নদীর বার্ণিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে স্যালো মেশিন চালিত ১৫টি নৌকা, পাথর উত্তোলনের বিভিন্ন যন্ত্রপানি জব্দ করা হয়। বিকেলে নদীর বার্ণিরঘাট এলাকায় জব্দ করা নৌকার ইঞ্জিন ভেঙ্গে ও আগুন দিয়ে ধ্বংস করা হয়। এ সময় আটক হওয়া ২৪ জন পাথর শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বাদীকে এমপির হুমকি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বেআইনী ও অবৈধ কর্মকা-ের প্রতিবাদে মামলা দায়ের করায় সংসদ সদস্য ও তার সহযোগী কর্তৃক মামলা উত্তোলনের জন্য বাদী এবং তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ এনে শনিবার বেলা বারোটার দিকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংসদ সদস্য পঙ্কজ নাথের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ এনে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ও পাঠাগারের মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন সাগর। লিখিত বক্তব্যে তিনি বলেন, পঙ্কজ নাথ বেআইনী ও অবৈধভাবে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ও পাঠাগারের জমি ২০১৬ সালের আগস্ট মাসে দখল করে ইমারত নির্মাণের পাঁয়তারা করেন। ওই সময় সংগঠনের পক্ষ থেকে এমপিসহ ১২ জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থার আদেশ দেয়। একই সঙ্গে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়। কিন্তু পঙ্কজ নাথ আদালতের আদেশ ভঙ্গ করেন। এর বিপরীতে ভায়োলেশন মামলা দায়ের করার পর আদালত ওই মোকদ্দমায় এমপি পঙ্কজ নাথসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি করে। এরপর থেকেই এমপি পঙ্কজ নাথ ও তার সহযোগীরা বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ মেহেন্দীগঞ্জ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ও পাঠাগারের সাধারণ সম্পাদক অনিক দাস, সদস্য জিয়াউল্লাহ্, পান্না বিশ্বাস প্রমুখ। জলঢাকায় ১৭ শিক্ষককে কারণ দর্শানোর নোটিস স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নিজ নিজ বিদ্যালয়ের কর্মস্থলে অনুপস্থিত থানায় জলঢাকার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিস ও একদিনের বেতন কর্তনের নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক প্রধান শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত ৫টি শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেন। এ সময় টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫ জন, দক্ষিণ দেশীবাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৯ জন, পাঠানপাড়া এমইউ আলীম মাদ্রাসায় ১ জন, কালকেউট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ জন ও দক্ষিণ দেশীবাই মতিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ জন। এছাড়া বৃহস্পতিবার জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন অনুপস্থিত পান। পরে নিজ কার্যালয়ে ফিরে উক্ত দফতর প্রধানদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে কারণ দর্শানো নোটিসসহ ১ দিনের বেতন কর্তনের নির্দেশ দেন। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৪ সেপ্টেম্বর ॥ শনিবার সকালে তিস্তা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে ভোলা রঞ্জন শীল (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছে। বেলা ১১টায় রেলওয়ে জিআরপি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। স্টেশন মাস্টার আব্দুল হামিদ জানান, লালমনিরহাট হতে চেড়ে আসা দিনাজপুরগামী ৬১ কমিউটার ট্রেনটি স্টেশনে এলে বৃদ্ধ ভোলা রঞ্জন শীল দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করে। কিন্তু পা পিছলে পড়ে গেলে আর রেললাইন পার হয়ে প্লাট ফর্মে উঠতে পারেনি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্কুলের যুগপূর্তি নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৪ সেপ্টেম্বর ॥ নানা আয়োজনে শনিবার দিনব্যাপী মাগুরার পাঠশালা শিশু বিদ্যালয়ের এক যুগপূর্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ হাসি কুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমল হক, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সাংবাদিক এ্যাডভোকেট শরীফ আমিরুল হাসাস বুলু। প্রতিপক্ষকে ঘায়েল করতে হাতে মাথায় ব্যান্ডেজ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৪ সেপ্টেম্বর ॥ মাথায় ও হাতে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেমায়েত উদ্দিন। প্রকৃতপক্ষে তার শরীরের কোথাও কোন আঘাতের চিহৃ নেই। প্রতিপক্ষকে হয়রানি করতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। জানা গেছে, দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাথায় ও ডান হাতে জখম দেখিয়ে বাউফল হাসপাতালে ভর্তি হন। প্রতিপক্ষ তাকে মারধর করেছে অভিযোগ এনে ওইদিনই বাউফল থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় মজিবুর রহমানকে গ্রেফতার করে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়। অথচ হেমায়েত বাউফল সরকারী কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পরীক্ষা দিচ্ছেন। শুক্রবার সকাল ১০টায় তাকে ওই কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে দেখা গেছে। তখন তার মাথায় ব্যান্ডেজ থাকলেও ডান হাতে কোন ব্যান্ডেজ ছিল না। মাথার ব্যান্ডেজে সদ্য লাগানো রং দেখা গেছে। তিনি নিজেই ব্যান্ডেজটি খুলে টেবিলের ওপর রেখে পরীক্ষা দিচ্ছিলেন। একই দিন সন্ধ্যায় তাকে শহরের এক ডায়গনস্টিক সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, তখন তার মাথায় ব্যান্ডেজ ছিল না। ব্যান্ডেজ ছিল তার ডান হাতে। মূলত প্রতিপক্ষকে হয়রানির জন্য মারামারির ঘটনা দেখিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করতে এই নাটক করা হয়েছে। হবিগঞ্জে দু’দফা সংঘর্ষ ॥ আহত ২৫ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ॥ পূর্ববিরোধের জের ধরে শনিবার সকালে হবিগঞ্জের লাখাইয়ের নিভৃতপল্লী জিরুন্ডায় প্রথম দফা এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ক্যাম্পাস ও তার আশপাশ এলাকায় দু’দল সশস্ত্র লোকের মধ্যে ফের সংর্ঘষে আহত হয়েছে অন্তত ২৫ জন। এর মধ্যে গুরুতর আহত মামুন, জাহেদ, চান, লাল, ফরিদ, ফারুক, আশ্রব, রাজু, মোতাব্বির, সুমন ও মাহফুজসহ অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ব্যক্তিগত বিষয়াদি নিয়ে ওই গ্রামের বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে আবুল কালাম ও একই গ্রামের মিসির আলীর ছেলে সানোয়ারের মধ্যে বাগ্বিত-া হয়। এরই জের ধরে ওই দিন সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উভয় পক্ষাবলম্বনকারী লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষের খবর পেয়ে সংশ্লিষ্ট থানার ওসি মোজাম্মেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয় পুলিশ। পরে পুলিশী এ্যাকশনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে সংলাপ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাসের সঙ্গে সুধীবৃন্দের সংলাপ শনিবার সকালে খুলনা সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক নগর কর্তৃপক্ষ, টেকসই উন্নয়নের অন্যতম শর্ত’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে সিটি মেয়র জানান, বাজেটে কেসিসি বর্জ্য ব্যবস্থাপনা খাতে সর্বাধিক গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। বর্জ্য ব্যবস্থাপনার পুরো কার্যক্রমকে আপগ্রেড করা হবে। আগামী জানুয়ারি থেকে এ সেক্টরে আট শ’ আউট সোর্সিং ওয়ার্কার নিয়োগ দেয়া হবে। তারা প্রতিদিন চার ঘণ্টা করে কাজ করবে এবং সরাসরি বাসা থেকে ময়লা সংগ্রহ করবে। নগরীর খোলা ড্রেন ভেঙে পাইপ ড্রেন তৈরির উদ্যোগ নেয়া হবে। এতে ড্রেনে সরাসরি ময়লা ফেলা যাবে না এবং দ্রুত পানি অপসারিত হবে। প্রতিবন্ধী ও নির্যাতিত নারীদের পুনর্বাসনেও সিটি কর্পোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে। রানা প্লাজার ভিকটিমকে অনুদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ভয়াবহ সেই রানাপ্লাজা দুর্ঘটনার ভিকটিম মোরেলগঞ্জের রেহেনাকে ৪০ হাজার টাকা অনুদান দিয়েছে ব্র্যাক। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান রেহেনার হাতে চেক তুলে দেন। এ সময় রেহেনার মা ও ছেলে তাফসির উপস্থিত ছিলেন। অনুপা আক্তার রেহেনার বাড়ি মোরেলগঞ্জে পঞ্চকরণ গ্রামে। দুর্ঘটনার বছরখানেক পর থেকে স্বামীর সাথে সম্পর্ক খারাপ হয় তার। এখন আছেন দিনমজুর পিতার সংসারে। ভিকটিম রেহেনার দায় নিয়েছে বেসরকারী সংস্থা ব্র্যাক। ৫ বছর তারা রেহেনার চিকিৎসাসহ যাবতীয় ব্যয় বহন করবে।
×