ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্ত্রীর তালাক পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৬:০৩, ২৫ সেপ্টেম্বর ২০১৬

স্ত্রীর তালাক পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিয়ের দুই মাস পর স্ত্রীর তালাক পেয়ে শ^শুরবাড়িতে গিয়ে প্রকাশ্যে আত্মহত্যার চেষ্টা করে এখন হাসপাতালে মৃত্যুর মুখে স্বামী। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার হিজোলপল্লী গ্রামে এ ঘটনা ঘটে। স্বামীর নাম সজিব আলী খান। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করেছে। পুলিশ জানায়, দুইমাস আগে হিজোলপল্লী গ্রামের কামাল মাস্টারের মেয়ে এলিনা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার কিশোরপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে সজিব আলী খানের। মনোমালিন্য হওয়ায় গত বৃহস্পতিবার এলিনা তার স্বামীকে তালাক দেন। খবর শুনে পরদিন শুক্রবার রাত ১১টার দিকে সজিব বিষের বোতল হাতে করে তার শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর সামনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে শ্বশুর বাড়ির লোকজন সজিবকে স্থানীয় স্থাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক সজিবকে রামেক হাসপাতালে রেফার করেন। এলিনা খাতুন জানান, বিয়ের পর থেকে মোবাইলে কথা বলা নিয়ে স্বামী তাকে সন্দেহ করাসহ মাঝেমধ্যে মারপিট করতেন। এ কারণে তিনি স্বেচ্ছায় তালাক দিয়েছেন। বেড়ায় অগ্নিকাণ্ড সংবাদদাতা, বেড়া, পাবনা, ২৪ সেপ্টেম্বর ॥ বেড়ায় অগ্নিকা-ে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে চাকলা খাগছাড়া গ্রামের আব্দুস সাত্তার মোল্লার বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৪ সেপ্টেম্বর ॥ আমতলী কৃষি রেডিওর মিলনায়তনে শনিবার কৃষি রেডিওতে প্রচারিত পরিবার পরিকল্পনাবিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সুখী সংসার’ অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি রেডিওর স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন। বক্তব্য রাখেন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন বিশ্বাস ও সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ। ৮ জন কুইজ বিজয়ীদের প্রত্যেককে একটি করে রেডিও সেট পুরস্কার দেয়া হয়। কম্পিউটার মেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৪ সেপ্টেম্বর ॥ মৌলভীবাজার কম্পিউটার এ্যাসোসিয়েশন (এমসিএ) এর উদ্যোগে দিনব্যাপী কম্পিউটার মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। কম্পিউটার এ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি সাগর আহমদ নিজামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী।
×