ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগমারায় স্ত্রীর হাতে স্বামী, স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ০৬:০০, ২৫ সেপ্টেম্বর ২০১৬

বাগমারায় স্ত্রীর হাতে স্বামী, স্বামীর হাতে স্ত্রী খুন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় পৃথক ঘটনায় স্বামীর হাতে স্ত্রী ও স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছে। পুলিশ স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মিঠু ও স্বামী হত্যার অভিযোগে স্ত্রী খুরশিদা বেগমকে গ্রেফতার করেছে। স্বামীর হাতে নিহতের নাম তাহমিনা খাতুন এবং স্ত্রীর হাতে নিহতের নাম সাজ্জাদ হোসেন। শনিবার সকালে ও শুক্রবার রাতে পৃথক এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আউচপাড়া ইউনিয়নের শিয়ালী গ্রামের আবেদ আলীর ছেলে মিঠু শনিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রী তাহমিনার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে কোদাল দিয়ে তাহমিনার মাথায় কোপ দেয়। স্বামীর কোদালের কোপে তাহমিনা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মিঠু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। একই উপজেলার গনিপুর ইউনিয়নের রঘুপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে সাজ্জাদ হোসেনের লাশ তার ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর হাতে তিনি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, মোহনপুর উপজেলার তাঁতীপাড়া গ্রামের ইসাহাক আলীর মেয়ে খুরশিদা বেগম খুশির সঙ্গে ৬ বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী সাজ্জাদ হোসেনের সঙ্গে স্ত্রীর মনোমালিন্যের সৃষ্টি হয়। সে কারণে সংসারে সব সময় ঝগড়াবিবাদ লেগেই থাকত। শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতের খাবার শেষে তারা একই ঘরে ঘুমিয়ে পড়ে। রাতে ঘুমন্ত সাজ্জাদ হোসেনকে স্ত্রী খুরশিদা বেগম শ্বাসরোধ করে হত্যা করে। শনিবার ভোরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তার লাশ উদ্ধার করে। ওই ঘটনায় পুলিশ সাজ্জাদের স্ত্রী খুরশিদা বেগমকে গ্রেফতার করে। নেত্রকোনার সাবেক এমপির মৃত্যু রহস্যের কিনারা হয়নি আজও চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ সেপ্টেম্বর ॥ দীর্ঘ চার বছরেও তিনবার নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মৃত্যুরহস্যের কোন কিনারা হয়নি। তার মৃত্যুরহস্য উদ্ঘাটন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির মধ্য দিয়ে রবিবার (২৫ সেপ্টেম্বর) তার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে দুর্গাপুরে আয়োজন করা হয়েছে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ দিনব্যাপী নানা কর্মসূচী। জানা গেছে, ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুর উপজেলা সদরের নিজ বাসায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার। ঘটনার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার দুর্গাপুর-কলমাকান্দা আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হন। ১৯৭৯ সালে তিনি সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় দুই পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেন। পঙ্গু অবস্থায়ই তিনি সুদীর্ঘ সময় সীমান্ত এলাকার ওই আসনের এমপি এবং দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। অস্ত্র ব্যবসায়ী আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার পেকুয়ায় ৫টি অস্ত্রসহ নুরুচ্ছফি নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে টইটং ধনিয়াকাটা থেকে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়।
×