ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে মানও ধরে রাখতে হবে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬

শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে মানও ধরে রাখতে হবে ॥ শিক্ষামন্ত্রী

বাকৃবি সংবাদদাতা ॥ শিক্ষিতের হার শুধু সংখ্যায় বাড়ালে চলবে না, গুণগত মানও বাড়াতে হবে। সেই সঙ্গে অর্জিত জ্ঞান যাতে খারাপ কাজে লাগাতে না পারে, সেদিকে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকতে হবে। দেশের জনসংখ্যার পঞ্চাশ শতাংশের বেশিই তরুণ। সময় থাকতে তরুণদের উৎপাদনশীল ও দক্ষ করে তুলতে পারলেই দেশ উত্তর উত্তর উন্নয়নের শিখরে আরোহণ করবে । শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি অব এ্যাগ্রোনমি আয়োজিত ১৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে দুইদিনব্যাপী ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ আবদুল জলিল মৃধা । সম্মেলনে ভিশনারি বক্তব্য দেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন। কৃষিতত্ত্ব ও উপজীবিকা বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবি অধ্যাপক আবদুল কাদের। কচুয়ায় বাইসাইকেল বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৪ সেপ্টেম্বর ॥ নারী-পুরুষ সমতার সৃষ্টি করে সমাজকে আলোকিত করতে কচুয়ায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি নিজস্ব অর্থায়নে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ মেধাবী ও গরিব ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাজাহান, ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন, আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরী প্রমুখ। ১৬০ পোস্ট অফিসে কম্পিউটার প্রদান স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করি, সমৃদ্ধিশালী দেশ গড়ি’ সেøাগান সামনে রেখে পোস্ট ই-সেন্টার ফর রুর‌্যাল কমিউনিটি শীর্ষক কর্মশালা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ডাক বিভাগীয় কার্যালয়ের আয়োজনে নগরীর টাউন হলে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের (দক্ষিণাঞ্চলের দায়িত্বে) পোস্টমাস্টার জেনারেল মোখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, খুলনা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আমিনুর রহমান। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার আব্দুল মালেক। পরে ১৬০টি পোস্ট অফিসে ল্যাপটপ, মডেম, স্ক্যানার ও প্রিন্টার বিতরণ করা হয়।
×