ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার দাবি

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬

নাটোরে আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার দাবি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ সেপ্টেম্বর ॥ লালপুরে কোরবানির ঈদে ১৫ আগস্টের শোক দিবসে ব্যবহৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত ব্যানারকে পায়ের তলে রেখে গরুর মাংস কাটায় বেশ কয়েক দিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান আলীকে ঘিরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ঘৃণিত ও অবমাননাকর এ কর্মকা-ের সমালোচনা ও নিন্দা জানিয়ে আওয়ামী লীগ নেতার বিচার ও বহিষ্কার দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দসহ অনেকেই। জানা গেছে, গত ১৯ সেপ্টেস্বর মির্জা তৃণা নামের ফেসবুক এ্যাকাউন্ট থেকে লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি হাসান আলীর উপস্থিতিতে তারই বাসার উঠানে গত কোরবানির ঈদে শোক দিবসে ব্যবহৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত ব্যানারকে পায়ের তলে রেখে গরুর মাংস কাটার ছবি পোস্ট করা হয়। ফেসবুকে পোস্ট করার পরই ইউপি আওয়ামী লীগ সভাপতির এই ঘৃণিত ও অবমাননাকর কর্মকা-ের তীব্র নিন্দা, ক্ষোভ ও তার বহিষ্কার দাবি করেছেন অনেকেই। পরে বিষয়টি উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে বিষয়টি আরও তীব্র আকার ধারণ করে। মির্জা তৃণা ফেসবুক এ্যাকাউন্টে বঙ্গবন্ধুর পরিবারের ছবি সংবলিত ব্যানারের উপর মাংস কাটার ছবি পোস্ট করার পাশাপাশি তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমরা জাতির জনকের ছবি দেখলে সম্মান করি। সেখানে বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কী করে এ কাজ করতে পারেন।’ মির্জা তৃণার দেয়া ওই পোস্টের কমেন্ট বক্সে সমালোচনায় জড়িয়েছেন অনেকেই। আবদুল্লাহ আল জুবায়ের নামে এ্যাকাউন্ট থেকে বলা হয়- ‘সম্মান দেখানোটা আত্মসম্মানবোধ থেকে আসে। যাদের এই বোধ নাই তাদের মতো নির্বোধ আর দায়িত্বহীনকে দায়িত্ব দেয়া দায়িত্বহীনতার পরিচয়।’ রাকিবুল ইসলাম বলেছেন- ‘আমাদের ইউনিয়নের সভাপতি হয়ে কিভাবে জাতির জনক ও বর্তমান প্রধানমন্ত্রীকে অপমান করলেন। আপনাকে দল থেকে বহিষ্কার করা উচিত।’ ফারহান কবি বলেন, ‘জাতির জনককে অপমান করা আর জাতিকে অপমান করা একই কথা। এর বিচার কী হবে না।’ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এ দেশ ॥ প্রতিমন্ত্রী স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্পীতির উত্তম নিদর্শন বাংলাদেশ। এই দেশে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। হিন্দু ও মুসলমানের মধ্যে কোন ভেদাভেদ নেই, জাতিগত দিক থেকে সবাই এক। সব ধর্মীয় অনুষ্ঠানে একে অপরের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। ধর্মীয় উৎসবগুলো বাঙালী উৎসবে রূপ নিচ্ছে। জঙ্গী দমনে এই সরকারের পদক্ষেপ প্রশংসনীয়। জঙ্গী কোন ধর্মের হতে পারে না। তাই সকলে মিলে জঙ্গীদের কঠোর হাতে দমন করতে হবে। শনিবার দুপুরে টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় মূলচর বাবুর বাড়ি সার্বজনীন কালি ও দুর্গা মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। মন্দির প্রাঙ্গণের মাঠে এ উপলেক্ষ আলোচনা সভায় দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভূতু, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহীদ, উপজেলা নির্বাহী অফিসার শহীদুল হক পাটোয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন প্রমুখ।
×