ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২ জেএমবির স্বীকারোক্তি ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০১৬

২ জেএমবির স্বীকারোক্তি ॥ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শুক্রবার রাতে দুই জেএমবির স্বীকারোক্তি অনুয়ায়ী পুলিশ বিদেশী পিস্তল, গুলি ও ধারাল অস্ত্র উদ্ধার করেছে। সুলতান মাহমুদ ও শাহাদত ওরফে রতন (২৩) নামে দুই জেএমবি পুলিশ রিমান্ডে অস্ত্র থাকার কথা স্বীকার করলে পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায়, দুই জেএমবির গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তারা বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকায় থাকত। গাইবান্ধা পুলিশ তাদের গ্রেফতার করেছিল। পরে বগুড়ার শেরপুর থানার নাশকতার মামলায় পুলিশ ২০ সেপ্টেম্বর তাদের ৪ দিনের রিমান্ডে নেয়। জিজ্ঞাসাবাবাদে তারা অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করে। পুলিশ তাদের দেয়া তথ্যানুযায়ী সুলতানের সোনাতলার বাড়ি থেকে গুলিসহ বিদেশী পিস্তল ও ধারাল অস্ত্র উদ্ধার করে। খাগড়াছড়িতে ৫ জনের কারাদণ্ড পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, খাগড়াছড়ির মাটিরাঙা থেকে গ্রেফতার হওয়া পাঁচ জেএমবি সদস্যকে ৭ বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। শনিবার খাগড়াছড়ি জেলা ও দায়ারা জজ আদালতের বিচারক ইনামুল হক ভূঁইয়ার আদালত এ রায় দেয়। দ-প্রাপ্তরা হলো, কুমিল্লার দেবীদ্বার উপজেলার আব্দুর রহিম, খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার দেলোয়ার হোসেন, মোঃ ইউনুস ও সামছু মিয়া। এ মামলায় একজন পলাতক রয়েছেন। জানা গেছে, পলাতক আসামিসহ ৫ জেএমবি সদস্যকে ৭ বছরের সশ্রম কারাদ-, ২ হাজার টাকা অর্থদ- দেয়। অনাদায়ে আরও ২ বছরের জেল। প্রসঙ্গত, ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে জঙ্গী প্রশিক্ষণের সময় মাটিরাঙার শান্তিপুর গ্রাম থেকে র‌্যাব-৭-এর অভিযানে তাদের আটক করা হয়। চাঁপাইয়ে দুই জেএমবি স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, চাঁপাইনবাবগঞ্জে ২ জন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্যকে ১৪ বছর করে সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুন্যাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ জিয়াউর রহমান শনিবার এ আদেশ দেন। দ-প্রাপ্তরা হলেন মমিন (২১) ও রবিউল (২৫)। জানা যায়, ২০০৯ সালের ১৪ জুন গুলি ও জিহাদী বইসহ শিবগঞ্জ উপজেলার খড়গপুর এলাকা থেকে মমিনকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ২ দিন পর ১৬ জুন ভোলাহাট উপজেলার মুশরিভুজা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১টি শুটার গান, ৩ রাউন্ড গুলি ও গুলি তৈরির উপকরণসহ রবিউলকে গ্রেফতার করে পুলিশ। বিআরডিবিতে অনলাইন ডায়ালগ প্রোগ্রাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সদর দফতর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অনলাইন ডায়ালগ প্রোগ্রাম শুরু হয়েছে। শনিবার, বিআরডিবি বরিশাল জেলার কর্মকর্তাদের সঙ্গে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিআরডিবি’র মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ূম (অতিরিক্ত সচিব)। জেলা পর্যায়ে উপ-পরিচালকের দফতরে স্থানীয় কর্মকর্তা এবং সমবায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে নিয়মিতভাবে মাসিক কনফারেন্স অনুষ্ঠিত হয়ে থাকে। অনলাইনে ডায়ালগ প্রোগ্রামে স্কাইপের সহায়তায় এ কনফারেন্সের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। প্রোগ্রামের আলোচনা ‘ফেসবুক লাইভ’ সুবিধা ব্যবহার করে সরাসরি সম্প্রচারও করা হয়। এ সময় বিআরডিবি সদর দফতরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×