ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে বিনিয়োগে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

প্রকাশিত: ০৫:৫২, ২৫ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশে বিনিয়োগে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। প্রবাসী বিনিয়োগকারীরা এখানে নির্বিঘেœ বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুধু শহর ভিত্তিকই নয়, দেশের গ্রাম-গঞ্জেও বিনিয়োগের অবকাঠামো গড়ে উঠেছে। মোট কথা বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রূপালী ব্যাংকের পরিচালক অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশিদ বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং বিনিয়োগের বিষয় তুলে ধরে এসব কথা বলেন। সম্প্রতি নিউইয়র্কে এনআরবি বিজনেস নেটওয়ার্ক আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগে উজ্জ্বল সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোঃ হাসিবুর রশিদ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শুধু রাজধানী ঢাকা নয়, গ্রাম পর্যায়ে এর বিকাশ ঘটাতে হবে। এজন্য সরকারের পাশাপাশি দেশী-বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগে এগিয়ে আসতে হবে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ স্থানীয় একটি হোটেলের মিলনায়তনে এনআরবি বিজনেস নেটওয়ার্কের পরিচালক হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক ড. মোঃ আকরাম হোসেন ও সোনালী এক্সচেঞ্জ ইনক’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আতাউর রহমান। বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক ও জেবিবিএ নিউইয়র্কের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, ডাঃ আব্দুল লতিফ, মির্জা রফিকুল ইসলাম প্রমুখ। জিপিএইচের নতুন প্রকল্পের জন্য ১শ’ মিলিয়ন মার্কিন ডলারের বিদেশী ঋণ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে প্রতিষ্ঠিত ইস্পাত তৈরির কারখানা জিপিএইচের নতুন প্রকল্পের জন্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বিদেশী ঋণ গ্রহণের অনুমতি মিলেছে। প্রতিষ্ঠানের মিডিয়া এ্যাডভাইজার ওসমান গনি চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) গত ২২ সেপ্টেম্বর স্মারকমূলে ওইকেবি অস্ট্রিয়া কভার্ড এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির (ইসিএ) আওতায় উপরোক্ত পরিমাণ ডলার মূল্যের মেয়াদী ঋণ অনুমোদন করেছে এবং ডেফার্ড পেমেন্ট সুবিধা গ্রহণেরও অনুমতি দিয়েছে। জিপিএইচ ইস্পাতকে জার্মানির বিএইচএফ ব্যাংক বাংলাদেশের ৫টি ব্যাংক কর্তৃক গঠিত কনসোর্টিয়ামের মাধ্যমে এ ঋণ দেয়া হবে। এ ঋণ পরিশোধের মেয়াদ হবে সাড়ে ১২ বছর এবং সুদের হার হবে ১ দশমিক ৪০ শতাংশ। শনিবার জিপিএইচ কর্তৃপক্ষ উক্ত ঋণ গ্রহণের অনুমোদন বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে অবহিত করেছে।
×