ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘোড়াও ভাব বিনিময় করে

প্রকাশিত: ০৫:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬

ঘোড়াও ভাব বিনিময় করে

মানুষের মতো ঘোড়াও ভাব বিনিময় করতে পারে। তবে ঘোড়ার মনের ভাব প্রকাশের ভাষা মানুষের মতো নয়। নরওয়ের প্রাণী বিজ্ঞানীদের সাম্প্রতিক এক সমীক্ষায় এটি জানা গেছে। বিজ্ঞানীরা দেখেছেন, ঘোড়া মানুষের কাছে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য নাক দিয়ে বিভিন্ন প্রতীক স্পর্শ করে থাকে। এ ব্যাপারে বিভিন্ন বয়সী ২৩ টি ঘোড়া দৈনিক ১৫ মিনিট করে দুই সপ্তাহ প্রশিক্ষণ দেয়া হয়েছে। খাওয়া, দৌড়ানো, কম্বল জড়িয়ে দেয়া ইত্যাদি প্রয়োজনের জন্য বিভিন্ন রকম প্রতীকের সঙ্গে পরিচিত করানো হয় ঘোড়াগুলোকে। দুই সপ্তাহের প্রশিক্ষণ শেষে দেখা গেল, ঘোড়াগুলো নিজেদের প্রয়োজন মতো প্রতীকের ওপর নাক বুলিয়ে দেয়। কেবল দৈহিক ক্রিয়াকলাপের সঙ্গে নয় বৃষ্টি ও তুষারপাত, গরম ও ঠা-া আবহাওয়ার মতো প্রাকৃতিক অবস্থার বিষয়ও প্রাণীগুলো নিজেদের মনোভাব প্রকাশ করতে পারে। অশ্ব বিশেষজ্ঞ কিম রেন বলছেন, তাদের এই পর্যবেক্ষণ ঘোড়া সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বদলে দেবে। সাধারণভাবে মনে করা হয় ঘোড়া মানুষের সঙ্গে ভাব বিনিময় করতে আগ্রহী যেমনটি অন্যান্য পোষা প্রাণী করে থাকে। -সায়েন্স ম্যাগাজিন
×