ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০১৬

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৪ সেপ্টেম্বর ॥ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই ও অপরজন হাসপাতালে মারা যায়। শনিবার সকালে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের ম-লপাড়ায় আওয়ামী লীগ স্থানীয় দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর ৬ জনকে হাসপাতালে নেয়া হয়। নিহতরা হলেন- মাছপাড়া গ্রামের সেতাব ম-লের ছেলে ইমান আলী ম-ল (৪২) ও বৈদ্যনাথপুর গ্রামের শাহাবুদ্দিন (৪৫)। সংঘর্ষ চলাকালে গ্রামের ১৫-২০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার আধিপত্য বিস্তার ও ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কেরামত আলী এবং সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বখতিয়ার হোসেন ও মজিদ মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে ইতোপূর্বে দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। এরই জের ধরে শনিবার সকালে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কেরামত আলী দলবল নিয়ে মাছপাড়া গ্রামের ম-লপাড়ায় প্রবেশ করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে কেরামত আলী সমর্থক ইমান আলী ম-ল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা ৬ জনের মধ্যে পরে মারা যান একই গ্রুপের শাহাবুদ্দিন। কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মৎস্য মন্ত্রীকে জেলা আ’লীগের উপদেষ্টা থেকে অব্যাহতি ॥ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শোকজের জবাব না দেয়ায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর পদ থেকে নাসিরনগর থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট সায়েদুল হককে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারসহ মন্ত্রিসভা থেকে অপসারণেরও দাবি জানানো হয় সভায়। এ ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছেও চিঠি লিখবে জেলা আওয়ামী লীগ।
×