ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাভার্ড ভ্যানের ধাক্কায় কেপিএম ম্যানেজারসহ পাঁচজন নিহত

প্রকাশিত: ০৫:৪২, ২৫ সেপ্টেম্বর ২০১৬

কাভার্ড ভ্যানের ধাক্কায় কেপিএম ম্যানেজারসহ পাঁচজন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার দেশের বিভিন্ন স্থানে ৯ জন নিহত এবং অন্তত ৭৬ জন আহত হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মীরসরাইয়ে। এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে কেপিএমের মহাব্যবস্থাপকসহ ৫ জন নিহত হয়েছেন। লক্ষ্মীপুর ও শেরপুরে ২ চালক, নাটোরের বড়াইগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং দিনাজপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছে। চাঁপাইয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯ পুলিশ সদস্য এবং সাভার ও ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় ৭০ জন আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) মহাব্যবস্থাপকসহ ৫ জন নিহত হয়। কেপিএমের নিহত মহাব্যবস্থাপক সৈয়দ আহমদ (৫০)। নিহত অন্যরা হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাওকির তাজাম্মুল সুস্মিত (২৫) ও শাহিদা আক্তার (২৪)। অপর দুইজন হলেন বাস চালকের সহকারী মোহাম্মদ আলী (৩০) ও কাভার্ড ভ্যান চালকের সহকারী মিজানুর রহমান (৫০)। ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা আক্তার চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানার অপারেটর। এছাড়া কেপিএম মহাব্যবস্থাপক সৈয়দ আহমদের বাড়ি নাটোরের কাঁঠালবাড়িয়ায় বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত সকলের পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মীরসরাই ফিলিং স্টেশনের সামনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৬০০৬৫) দাঁড়ানো অবস্থায় ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মূলত বাসটি বিকল অবস্থায় ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান (যশোর-ট-১১-৩৮৩৫) পেছন দিক থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু ঘটে। ঘটনার পর মীরসরাই পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক গিয়াস উদ্দিন (২৮) নিহত ও মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবদুল মান্নান, জুয়েল ও আব্দুর রহিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আনোয়ার হোসেন। তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চালক গিয়াস উদ্দিন নোয়াখালী জেলার চরজব্বর থানার আলী আহমদের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। শেরপুর ॥ শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় সোনা মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের বটতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া রানীশিমুল বেপারিপাড়া গ্রামের আব্দুল খালেক বেপারির ছেলে। জানা যায়, সোনা মিয়া ইজিবাইক চালিয়ে ভায়াডাঙ্গায় যাওয়ার পথে বটতলা এলাকায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে সে ইজিবাইকের চাপায় পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নাটোর ॥ বড়াইগ্রামে থ্রি-হুইলার সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুল আজিজ ম-ল (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রেজুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ গুরুদাসপুর উপজেলার দাউদিয়া গ্রামের মৃত আজগর আলী ম-লের ছেলে এবং ধারাবরিষা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জের তাড়াশ থেকে মাছ কিনে ভুটভুটিযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল আজিজ। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রামের রেজুর মোড় এলাকায় বিপরীতগামী থ্রি-হুইলার সিএনজির সঙ্গে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় আব্দুল আজিজকে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর ॥ দিনাজপুরের খানসামা উপজেলার কালামাটিয়া ব্রিজের পাশে শনিবার সকালে নসিমনের চাকায় পিষ্ট হয়ে আছিরন বেগম (৬২) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হন। নিহত আছিরন বেগম উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী গ্রামের এফাজ উদ্দিনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি নসিমন দ্রুতবেগে এসে ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ ॥শিবগঞ্জে বগুড়া ডিবি পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস শনিবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯ পুলিশ আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, ডিবি পুলিশের এসআই সোহেল রানা, এসআই আলমগীর, এএসআই মোঃ গোলাম মোস্তফা, কনস্টেবল মোঃ সেলিম, রাসেল আলী, রাসেল, জাহাঙ্গীর ও চালক শাহীন। এদের মধ্যে এএসআই মোঃ মোস্তফা ও শাহীনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার ॥ সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের তুরাগ ও সিএ্যান্ডবিতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে ঢাকা থেকে সাভারে ফেরার পথে মহাসড়কের তুরাগ এলাকায় ‘সজল পরিবহন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। অপরদিকে, এদিন দুপুরে সিএ্যান্ডবিতে একটি ট্রাক আইল্যান্ডের উপরে উল্টে গেলে অন্তত ৫ জন আহত হয়। এছাড়া, একই এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয় অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে গেলটক ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার বড় খোঁচাবাড়িহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে সদর উপজেলার বড় খোঁচাবাড়িহাট নামক স্থানে পঞ্চগড়গামী একটি বিআরটিসি বাস ও রংপুরগামী একটি গেটলক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গেটলকের চালকসহ ৩০ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ সময় প্রায় ২ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
×